আড্ডাপত্র

২৫ ভাদ্র, ১৪৩১; ৯ সেপ্টেম্বর, ২০২৪;রাত ২:২৬

অবিনাশ আচার্য এর গুচ্ছছড়া

আড্ডাপত্র

অক্টো ৭, ২০২০ | গুচ্ছ ছড়া

পেঁয়াজকাণ্ড

 
পেঁয়াজ
ট্রাক আর গুদামের বস্তাতে যে আজ
পচে গেলো নয়টন
বাকি আছে কয়টন
হিসেবটা ঠিক করে জানাবেন কে আজ?
 
পেঁয়াজ
আমদানি বন্ধের গুজবকে যে আজ
পুঁজি করে দাম চায়
লাভে-লোভে খামচায়
কিছুদিন থেকে দেখি এ নতুন রে’য়াজ।
 
পেঁয়াজ
চাহিদা ও যোগানের কারসাজিতে আজ
চড়া দামে দাও মারে
জোট বেঁধে ফাও মারে
এইবার চেহারাটা খুলে তোরা দে আজ।
 
 

মশা ও মশারি

 
কানের কাছে ঘ্যানর ঘ্যানর
আর কাহাতক ভাল্লাগে
সুর-বেসুরে এই জ্বালাতন
দুকানে ঝাপ তাল লাগে।
 
কয়েল-ধোঁয়ার গন্ধ কবেই
হজম করে বেশ নিলো
ডেঙ্গু চিকন ম্যালেরিয়ায়
দখলে কি দেশ নিলো!
 
হুলের জ্বালায় নেই ফুসরত
একটু কোথাও বসারই
শোবার আগে ফিট করে তাই
দিই খাটিয়ে মশারি।
 
এক বাসাতে থাকলে দু’জন
কে মশারি টানবে রে
এ নিয়ে বেশ ঝগড়াঝাটি
এ ঘর ও ঘর জানবে রে!
 
যতোই টানাই মশারি আর
আরামে গা ভাসাই তো
বন্ধ তবু হয় না মোটে
মশার যাওয়া-আসাই তো।
 
 

পাগল পাগল

 
ঘুষের পাগল হুঁশের পাগল
নিতাই পাগল নয়,
ভয়—
যায় না বোঝা শখের বসে
কে যে পাগল হয়।
 
ভাবের পাগল লাভের পাগল
পাগল ক্ষমতার,
আর—
এই সমাজে ভেকের পাগল
চেনা ভীষণ ভার।
 
মজনু পাগল লাইলী প্রেমে
এমন প্রেমিক কে
যে—
এমন পাগল কজন আছে
বুঝতে পারিনে।
 
পাগল ছেলে পাগলি মেয়ে
সোহাগমাখা ডাক,
থাক—
ওসব কথা হাত বুলিয়ে
মাথায় তোলে রাখ।
 
পাগল পাগল কত্তো পাগল
পাগল ভরা দেশ,
বেশ—
জাত পাগলের পাগলামো কি
হয় কখনো শেষ?
 

সবার বাড়ি হোক

 
কই বাড়িঘর
গ্রাম কি শহর
কোথায় বসত—বাস?
রোদ-পানি-ঝড়
বিধিনির্ভর
বাইরে বছর-মাস।
 
সাতরাজা ধন
মানিক-রতন
মায়ের আঁচল কই
শীতের চাদর
জমাট আদর
আহ্লাদে হইচই?
 
মাথার উপর
চিন্তাতে ভর
দেশ কি এদের নয়
তারা ঘরহীন
খোঁজে রাতদিন
এতোটুকু আশ্রয়!
 
ভাঙা ইটের,
টিনের সিটের,
মাটির আপন ঘর
একটু সে ঠাঁই
পাক ঠিকানাই
কে হবে তৎপর?
Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০