আড্ডাপত্র

৩১ আশ্বিন, ১৪৩১; ১৬ অক্টোবর, ২০২৪;দুপুর ১:০৪

আড্ডাপত্র : প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা– ৩৮

প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা আড্ডাপত্র প্রকাশ করছে। প্রথম কাব্যগ্রন্থের সাথে কবির আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি পাঠকের কানে নতুন কবিতার গুঞ্জরণ ভেসে আসে। পাঠকের মনে কবির প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি তুলে ধরতে চায় আড্ডাপত্র। কবিতা পাঠের সাথে সাথে জানবো কবি সম্পর্কেও। এই আয়োজনটি পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হবে..

অতিক্রান্ত বালিয়াড়ি ঝড়

শাহনাজ পারভীন

কখনও কখনও নিজের ধমনিতে চলে প্রবল ঘূর্ণিঝড়
বাঁধাপ্রাপ্ত পথ হয় বারুদের হৃৎপিণ্ড
চোখের সামনে জমে বরফ দেয়াল
অতিক্রান্ত হয় না আর বালিয়াড়ি ঝড়
বালিয়াড়ি ঝড়ে ভাঙে কাচের ফানুস
ফুঁসে ওঠে ফুটন্ত দুধের মতো
মেঘ ওঠে চারদিক সবই আঁধার
হায়েনার মত ছোটে দিগ্বিদিক
বেঁধে থাকে সিগন্যালে জনতার ঢল

ঢেউ ওঠে উতলায় সবুজ প্রাচীর।

শাহনাজ পারভীন নব্বই দশকের কবি।এর বাইরে তিনি গবেষক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গীতিকার। সম্পাদক ও সংগঠন হিসেবেও খ্যাতিমান। জন্ম তারিখ: ৭ই মে, ১৯৬৮, কামার খালী, ফরিদ পুর। পিতা: মো: বজলুর রহমান, মাতা সামসুন্নাহার ফুল। স্বামী মো: শফিকুল ইসলাম। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী। কন্যা তাসনিয়া তাবাসসুম তিসা, তাসফিয়া তারান্নুম তিফা ও পুত্র নাসিফ মুনিম নাফি।
তিনি ফরিদপুরের কামারখালী সরকারি গার্লস স্কুল হতে ১৯৮৩ সালে মাধ্যমিক ও কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আবদুর রউফ ডিগ্রি কলেজ ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর যশোর সরকারি সিটি কলেজ থেকে ১৯৮৯ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি রাজশাহী বিশ্বাবিদ্যালয় থেকে বিএড, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ করেন।
নওয়াপাড়া মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর প্রভাষক প‌দে যোগ‌ দেন উপশহর ডি‌গ্রি ক‌লে‌জে। বর্তমানে উপশহর মহিলা কলেজ, যশোর এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। বসবাস করছেন যশোর জেলার বারান্দী পাড়ায়।
প্রকাশিতগ্রন্থ:
কাব্যগ্রন্থ:
প্রদোষ বেলার চিৎকার (২০০১); নারী ও বৃক্ষের কাব্য (২০০৭); প্রেমের কবিতা (২০০৮); অতল নৈঃশব্দ্য (২০১০); নির্বাচিত কবিতা (২০১১); সামীপ্য সুধা (২০১৭); প্রোমিসড প্রফেট (মহাকাব্য-২০১৯)।
কিশোর কবিতা: স্বপ্ন শুধু উড়ালপঙ্খি (২০১১)।
গীতিকাব্য: সূর্য ও পৃথিবীর গান (২০১৮)।
গল্পগ্রন্থ: জলপ্রপাতের জীবন্তিকা (২০০৩); একাত্তরের আগুন সময় ( ২০১৭) ।
উপন্যাস: সুখপাখিদের হসপিটাল (২০০৬); সেলুলার (২০০৬); মাশুল (২০০৬); হ্যালো (২০০৬); শাহনাজ পারভীনের ত্রয়ী উপন্যাস (২০১৩); নীলনদের আাখ্যান (গবেষণা উপন্যাস-২০২০)।
প্রবন্ধ-গবেষণা: নতুন সূর্যের আগমনী গান (২০০৭); ইসলামে নারী অধিকার ও অবস্থান (গবেষণা, এমফিল থিসিস–২০১০), গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা; মুক্তিযুদ্ধ কবিতা ও কথাশিল্প (প্রবন্ধ ২০১১); কবি গোলাম মোস্তফার সাহিত্যে ইসলামী ঐতিহ্যের রূপায়ন; কবি গোলাম মোস্তফা: জীবন ও সাহিত্য (গবেষণা, পিইচডি থিসিস- ২০২০), গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা।
সম্পাদনা: দ্যোতনা (নান্দনিক ধারার সাহিত্যের কাগজ, যশোর); ছড়াঘর (ছড়াবিষয়ক পত্রিকা); যশোর।
সংগঠন: সভাপতি: অগ্নিবীণা, যশোর; সভাপতি: গাঙচিল লেখিকা পরিষদ; সভাপতি: যশোর সাহিত্য কেন্দ্র, যশোর; সাবেক সভাপতি: শনিবাসরীয় সাহিত্য আসর, যশোর; যশোর শিল্পী গোষ্ঠী, যশোর।
শিক্ষা ও গবেষণা সম্পাদক: বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিÿক সমিতি (বাকবিশিস)।
জীবন সদস্য: বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা; যশোর ইনস্টিউট পাবলিক লাইব্রেরী, যশোর; শিল্পকলা একাডেমী, যশোর; বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখা; বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর।
উপদেষ্টা: নজরুল সাহিত্য পরিষদ, যশোর। উপদেষ্টা: প্রথম আলো বন্ধুসভা, যশোর জেলা শাখা, উপদেষ্টা: শেকড়, যশোর: উপদেষ্টা: বাচিক শিল্পী সংঘ, কেন্দ্রীয় সংসদ, যশোর। উপদেষ্টা: বিশ্বভরা প্রাণ, যশোর জেলা শাখা, যশোর।
পুরস্কার ও সম্মাননা: তীর্যক, যশোর (২০০১); কল্যাণী সাহিত্য পুরস্কার, কোলকাতা (২০০২); জসীমউদদীন শুভেচ্ছা স্মারক, ফরিদ পুর (২০০৩); রাজশাহী সাহিত্য পরিষদ সম্মাননা পদক, রাজশাহী, (২০০৪); যশোর শিল্পী গোষ্ঠী সাহিত্য সম্মাননা পদক, যশোর, (২০০৪); উত্তরণ লাইব্রেরী সম্মাননা, পাবনা ( ২০০৫); মহিউদ্দিন আহমেদ স্মৃতি গাঙচিল গ্রন্থ পদক, খুলনা (২০০৬); এম, এ, রাজ্জাক কাব্য ভূষণ পদক (২০০৭); কবি বাবু ফরিদী স্মৃতি পদক, ফরিদপুর (২০০৯); ফরিদপুর; মধুসূদন সম্মাননা স্মারক-(২০১০); মধুসূদন পাবলিক লাইব্রেরী, কেশবপুর, যশোর; মনিরামপুর বইমেলা সম্মাননা (২০১১); স্মৃতি’৭১ সম্মাননা, ঢাকা (২০১১); মাগুরা নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী সম্মাননা পদক (২০১২); অগ্নিবীণা সম্মাননা স্মারক (২০১২); পঞ্চগড় বহুভূজ সাহিত্য পরিষদ আয়োজিত গুণীজন সম্মাননা (২০১৩); অপরাজিত সাহিত্য সম্মাননা (২০১৩); কাব্যকথা এ্যাওয়ার্ড (২০১৪) সিলেট; প্রজন্ম সম্মাননা (২০১৬) রাজশাহী এবং মরমী কবি হাছন রাজা স্মৃতি সম্মাননা (২০১৭)ঢাকা; বাঁকড়া সাহিত্য সম্মেলন সম্মাননা (২০১৯, প্রোমিসড প্রফেট) এবং একই গ্রন্থের জন্য ঝিকরগাছা সাহিত্য পরিষদ সম্মাননা- (২০১৯) লাভ করেন)।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১