আড্ডাপত্র

৩১ আশ্বিন, ১৪৩১; ১৬ অক্টোবর, ২০২৪;দুপুর ২:২২

আড্ডাপত্র : প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা— ৫৬

প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা আড্ডাপত্র প্রকাশ করছে। প্রথম কাব্যগ্রন্থের সাথে কবির আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি পাঠকের কানে নতুন কবিতার গুঞ্জরণ ভেসে আসে। পাঠকের মনে কবির প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি তুলে ধরতে চায় আড্ডাপত্র। কবিতা পাঠের সাথে সাথে জানবো কবি সম্পর্কেও। এই আয়োজনটি পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হবে।

দূরবর্তী দূর

জুনান নাশিত

মৃত্যু নেই। ভেজানো বৃক্ষের ঘর তবু ভেসে নিয়ে যায় বহুদূর
যেখানে নিঝুম ধাপে হেলে পড়ে সংসার দেয়াল
একাকী মানুষ কাঁপে সুর তাল ছিন্ন করে বিশুদ্ধ বেলায়
সম্মোহনে দূর নিয়তির মতো খাপ খোলে দিগন্ত দ্বিধায়
সময়ের লুপ্ত কান্না তুলে আনে অবশিষ্ট চিহ্ন খুঁড়ে
দেখেছো? কোথাও তাকে?
কতোবার কতো অন্ধ আকুতির তীর ছুঁয়ে
পার হয়
গন্তব্যের ভাঙচুর
তারপর?
পরিব্যাপ্ত একটি বৃত্তের ঘোরে ঘুম হয়ে ঝুলে পড়ে
কেন্দ্রচ্যূত দ্রাঘিমাংশে
ঝড় নামে!
বেড়ে ওঠে
বৃষ্টির পাতালে সীমাহীন অবাধ্যতা
ফিরে আসে ইশারা অমান্য রাতে
আঙুলের স্পর্শ ছুঁয়ে অপেক্ষার মোহমগ্ন বিদায়ের দিনে
জীবনের সব ভুলে
ফিরে আসে
চতুষ্কোণী সন্ধ্যালগ্ন মনে
ফিরে আসে

দূরবর্তী দূরে।

জুনান নাশিত নব্বই দশকের অন্যতম কবি। জন্ম ১ অক্টোবর ১৯৭৩, কুমিল্লা জেলার বরুড়া থানার রতনপুর গ্রামে। তার বাবার নাম মোঃ ফজলুল করিম ও মায়ের নাম শামসুন নাহার।
জুনান নাশিত পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে মাধ্যমিক ও পয়ালগাছা ডিগ্রি কলেজ থেকে ১৯৯০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।এর আগে দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার বার্তা বিভাগে কাজ করেছেন তিনি ।
লেখালেখির শুরু স্কুল জীবনে হলেও নব্বইয়ের মাঝামাঝিতে কবি হিসেবে তার আত্মপ্রকাশ। লেখালেখিতে বাবার প্রেরণাই ছিলো সবচেয়ে বেশি। ছড়ার রাজ্যেও তার বিচরণ ছিল নিয়মিত । কবিতার সঙ্গে বসবাস হলেও গল্প ও প্রবন্ধে সমান আগ্রহ। বেরিয়েছে একাধিক প্রবন্ধ এবং সম্পদিত গ্রন্থ। ছড়া, গল্প ও উপন্যাস সব মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার পনেরোটি গ্রন্থ।
কাব্যগ্রন্থ: কুমারী পাথর প্রকাশকাল (২০০১); অন্য আলো অনেক দূরের (২০০১); পলকাটা অন্ধকার (২০০২ ); বাতাসে মৃত্যুর মায়া (২০০৫); কাঁটাঘন চাঁদ (২০০৮); জলন্ত ভ্রূণ (২০১২)।
সম্পাদিত গ্রন্থ: আবুল হোসেন: কবির পোর্ট্রেট (২০১১)
প্রবন্ধ: রবীন্দ্রনাথ: রোগশয্যায় (২০১১); দুই বাংলার কথা ও কাব্য (২০১৮)।
শিশুতোষ: ব্যাটে বলে ছক্কা (২০০৪); হরেকরকমবা (২০০৭); বেগুনি অ্যাম্বুলেন্স (২০০৭ ); ভূতের নাতি ওঁ চিঁ (২০১০)।
গল্পগ্রন্থ: তিথি ও একটি আঙুল ২০০৪
পুরষ্কার: মহাত্মা গান্ধী স্বর্ণ স্মরক ২০১৬]
দেশভ্রমণ: ভারত।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১