আড্ডাপত্র

৭ কার্তিক, ১৪৩১; ২৩ অক্টোবর, ২০২৪;দুপুর ১২:১২

আড্ডাপত্র : প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা— ৭১

প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা আড্ডাপত্র প্রকাশ করছে। প্রথম কাব্যগ্রন্থের সাথে কবির আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি পাঠকের কানে নতুন কবিতার গুঞ্জরণ ভেসে আসে। পাঠকের মনে কবির প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি তুলে ধরতে চায় আড্ডাপত্র। কবিতা পাঠের সাথে সাথে জানবো কবি সম্পর্কেও। এই আয়োজনটি পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হবে।

শ্বেতশুভ্র একটি কপোত

মিনার মনসুর

হৃদয়ের আঙিনা হতে শ্বেতশুভ্র একটি কপোত ওড়ে যায়
ওড়ে যেতে চায়
অনন্তের স্বপ্নমাখা ঘননীল উদার আকাশে
অমানিশার রাত্রির মতো একরাশ বীভৎস অন্ধকার
ক্রমান্বয়ে গ্রাস করে নিসর্গের মায়াবী শরীর
লৌহ-সাঁড়াশীর মতো দুটি প্রকান্ড হাতের থাবা
ভয়ানক চেপে বসে পৃথিবীর সুকোমল কণ্ঠে
শুধু দু’জন অদ্ভুত যাত্রী নিয়ে একটি রকেট ফিরে চলে
প্রাগৈতিহাসিক কোনো মাটির গুহায়
কুৎসিত এই সভ্যতার প্রতি প্রচণ্ড ঘৃণায়
প্যারিসের রাজপথে দৃপ্ত হেঁটে যায়
নগ্ন একদল সুস্থ মানব-মানবী
ইথিওপিয়ার একটি ক্ষুধিত পিতা বদ্ধ উন্মাদের মতো
ক্ষুধার নিবৃত্তি খোঁজে
একমাত্র সন্তানের কিশোর কাঁচা মাংসে
ডারুইনের একরাশ মিথ্যার স্বাক্ষর হয়ে একটি গোখরো
জীবন্ত বেরিয়ে আসে পোষা মুর্গীর উদর হতে
সাপের খাঁচায় শুয়ে দীর্ঘদিন একটি মানুষ স্বপ্ন দেখে
জনমানবহীন অপূর্ব এক হিরন্ময় মহাভবিষ্যত
ইস্রাইলী এক গুপ্ত-ঘাতকের হাতে
একাধিক আনবিক বোমার আসন্ন মৃত্যু প্রতীক্ষায়-ত্রাসে
বহুকাল বিনিদ্র কাটায় নিশি
পৃথিবীর শান্তিকামী অসংখ্য মানুষ
প্রতিনিয়ত ছুটছে একটি সুতীব্র বিভীষিকা
পৃথিবীর কেন্দ্র ছুঁয়ে, বুঝি
টেনে নিতে চায় অতীতের অন্ধকার গহ্বরে
পৃথিবীর বিস্তৃত আঙিনা হতে শ্বেতশুভ্র একটি কপোত
আহত রক্তাক্ত ফিরে আসে
ফিরে আসে হৃদয়ের শোকার্ত খাঁচায়।
…………..

২৮।৭।৭৭

এই অবরুদ্ধ মানচিত্রে
প্রকাশক : আসিফ দিলওয়ার
এপিটাফ প্রকাশনী, চট্টগ্রাম
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৮৩
উৎসর্গ :
বেবী
তোমার প্রত্যাখ্যান আমাকে করেছে
একরোখা একজন উদ্যমী মানুষ
বঙ্গবন্ধু
তোমার মহান মৃত্যু আমাকে করেছে
প্রতিবাদী একজন সাম্যের শ্রমিক
প্রচ্ছদ : আহমেদ নেওয়াজ
মূল্য : নয় টাকা
পৃষ্ঠা সংখ্যা : ৮০
কবিতার সংখ্যা : ৪২
…………………..
মিনার মনসুর সত্তর দশকের অন্যতম কবি।তিনি প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক হিসেবেও খ্যাতিমান। জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে, চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে।তার পিতার নাম আবদুল মাবুদ ও মাতার নাম নূরজাহান বেগম। স্ত্রী তাহমিন আরা।
তিনি চট্টগ্রামের মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে মাধ্যমিক ও হাটহাজারী কলেজ থেকে ১৯৭৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৮২ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর। উভয় পরীক্ষায় তিনি দ্বিতীয় শ্রেণিতে প্রথম হয়েছেন।
তিনি এডাব-এর কর্মসূচি সমন্বয়কারী, দৈনিক ইত্তেফাকে সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে কর্মরত।। তার একাধিক কাব্যগ্রন্থ, জীবনীগ্রন্থ, গবেষণাগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ এবং সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখালেখিতে মিনার মনসুররের আগমন সত্তর দশকের মাঝামাঝি সময়ে।কবিতা আরাধ্য হলেও নানান বিষয়ে লিখে চলেছেন এখনো।তার প্রকাশিত গ্রন্থসমূহ—
কাব্যগ্রন্থ: এই অবরুদ্ধ মানচিত্রে (১৯৮৩); অনন্তের দিনরাত্রি (১৯৮৬); অবিনশ্বর মানুষ(১৯৮৯); আমার আকাশ(১৯৯১); জলের অতিথি(১৯৯৪); কবিতাসংগ্রহ (২০০১); মা এখন থেমে যাওয়া নদী (২০১২); মিনার মনসুরের দ্রোহের কবিতা (২০১৩); পা পা করে তোমার দিকেই যাচ্ছি (২০১৬); নির্বাচিত কবিতা (২০১৬); আমার আজব ঘোড়া (২০১৯)।
গল্প: অতল জলের টানে (২০১৭)।
প্রবন্ধ-গবেষণা: শোষণমুক্তির লড়াইয়ে মধ্যবিত্তের ভূমিকা (১৯৮৭); হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে অনির্বাণ বাতিঘর (১৯৯৯); ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম, (২০১২); কবি ও কবিতার সংগ্রাম (২০১৩);
শিশুসাহিত্য: হেলাফেলার ছড়া (১৯৮৯); জলপাই রঙের একটি হেলমেট আর একজোড়া বুট (কিশোরগল্প, ২০১৮)।
জীবনী: ধীরেন্দ্রনাথ দত্ত (১৯৯৬)।
সম্পাদনা: শেখ মুজিব একটি লাল গোলাপ (যৌথ, ১৯৭৯); সম্পাদিত গ্রন্থ: ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ (১৯৯৪); শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা’ (১৯৯৫); মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা (২০০৮); বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা (২০১০); সিকদার আমিনুল হক রচনাসমস্র (২০১৫)।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১