আড্ডাপত্র

১২ পৌষ, ১৪৩১; ২৭ ডিসেম্বর, ২০২৪;রাত ২:২৩

আবিদ আজাদের প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা

আবিদ আজাদ
[ আবিদ আজাদ ১৯৫২ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের চিকনিরচরে তিনি জন্মগ্রহণ করেন। সত্তরের কালপর্বে কবিতার ভুবনে আবিদ আজাদের (১৯৫২-২০০৫) আবির্ভাব। প্রথম কাব্যগ্রন্থ ঘাসের ঘটনা (১৯৭৬) প্রকাশের সঙ্গে সঙ্গেই তরুণতম কবি হিসেবে পাঠক ও বোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। তিনি সাহিত্যের কাগজ ‘শিল্পতরু’র সম্পাদক ছিলেন। প্রকাশিত গ্রন্থ: তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ঘাসের ঘটনা। এটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। বনতরুদের মর্ম (১৯৭৮), ‘শীতের রচনাবলি’ (১৯৮৩), আমার স্বপ্নের আগ্নেয়াস্ত্রগুলি’ (১৯৮৭), ছন্দের বাড়ি ও অন্যান্য কবিতা’ (১৯৮৭) তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে? রেলগাড়ি থামে?’ (১৯৮৮), আমার কবিতা’ (১৯৮৯), আরো বেশি গভীর কুয়াশার দিকে’ (১৯৯৩), আমার অমতার গল্প’ (১৯৯৮), খেলনাযুগ ও অন্য একুশটি কবিতা’ (২০০০)। পুরস্কার ও সন্মাননা: তিনি বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার (১৯৭৬), শহীদ জিয়া স্মৃতি পুরস্কার (১৯৮৩), আমি তুমি ও সে পুরস্কার (১৯৮৪), চারণ সাহিত্য পুরস্কার (১৯৮৬), আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৮৯), মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার (১৯৯৪, পশ্চিমবঙ্গ) ও ২০১৮ সালে মরণোত্তর সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। মৃত্যু: তিনি ২০০৫ সালের ২২ মার্চ ৫২ বছর বয়সে ঢাকার শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন।]

আড্ডাপত্র : প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা– ১
==========================
[প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা আড্ডাপত্র প্রকাশ করছে। প্রথম কাব্যগ্রন্থের সাথে কবির আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি পাঠকের কানে নতুন কবিতার গুঞ্জরণ ভেসে আসে। পাঠকের মনে কবির প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি তুলে ধরতে চায় আড্ডাপত্র। কবিতা পাঠের সাথে সাথে জানবো কবি সম্পর্কেও। এই আয়োজনটি পরবর্তীতে প্রন্থাকারে প্রকাশিত হবে]

আজো তুমি// আবিদ আজাদ

বুক থেকে অবিস্মরণীয় মৌনতার লতাতন্তু ঝরাতে-ঝরাতে চলে
গেছ তুমি।
আমি পড়ে আছি অপাঙ্গেবিদীর্ণ হতশ্রী বাড়ির মতো একা
আকণ্ঠবিরহী এই একা আমি
শুভ্র নির্জনতাধৌত পথের রেখার পাশে পড়ে আছি অনুজ্জ্বল
আরেকটি ম্লান রেখা শুধু।
তোমার পায়ের রূপ বুকে নিয়ে এই আমি দিকচিহ্নলুপ্ত প্রাণের
মলিন জীর্ণ পরিধানটুকু নিয়ে রয়ে গেছি।
তোমার জীবন আজ চারিদিকে বস্তুর জীবনে, তোমার হৃদয় আজ
আকরিক লোহায়, দস্তায়, টিনে।
আজো তুমি প্রয়োজন-অপ্রয়োজনের চেয়ে আরো বেশি গভীর প্রকট
চাহিদার মতো লেগে আছ।
তুমি চলে গেছ যতদূর ভালবাসা যায় তার চেয়ে বেশি ভালবেসে
ভালবাসিবার সুযোগ না দিয়ে চলে গেছ।
তোমার যাওয়ার স্মৃতি ছাড়া আমার পশ্চিমে-পূর্বে, উত্তরে-দক্ষিণে
আর কোন দিক নেই
আর কোন মাঠ নেই, আলো নেই, হাওয়া নেই, খোলামেলা চাওয়া-
পাওয়া নেই।
তুমি চলে গিয়ে আজো আক্রমণ করো, আজো তুমি প্রয়োজন সৃষ্টি
করে চলো…।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১