নেই প্রয়োজন
নেই প্রয়োজন জানা, কে কোন
কিশোর যুবা ও বৃদ্ধ,
উনুন চুলোয় ডেক্সিতে চাল
হয়নিগো ক্যান সিদ্ধ?
চোরের মায়ের বড় গলায়
হয়না কাঁটা বিদ্ধ,
যার ঘরে নেই চাল চুলো তেল
তিনিই তো প্রসিদ্ধ।
গুণীর নীতি বাক্য-কথাও
না শুনে হয় ঋদ্ধ,
অশিক্ষিত জন কী ভীষণ
ধন-বলে সমৃদ্ধ!
থাকলে এমন অসঙ্গতি
রমরমা বেশ ‘টেক এন্ড গিভ’
নেই দাড়ি নেই কমা-যতি,
দিনের কাজের সময়ও এবার
রাত্রে এসে বাড়ায় গতি!
অসৎজনের হাত পড়ে যায়
শুভ সকল কাজের প্রতি,
কেমন হবে চারপাশে সব
থাকলে এমন অসঙ্গতি?
দাদার পোলার ভাইপোকে কও
কেনো আপন বোনের পতি,
রাত দুপুরে উদোম মাঠে
কে সতি আর কে অসতি!
বলছো দেখি মাচাং-চাংয়ের
কুমড়োটাকে কচুর লতি,
কেমন হবে সবখানেতে
থাকলে এমন অসঙ্গতি?