মাঝে মাঝে নদীকেও অসহ্য লাগে
জলের রাত জাগা চোখে নেমে আসে নির্জন দ্বীপ।
কাকঘুম দুপুরে, শ্রাবণ বিকেলে স্মৃতির চুম্বন ঢল
তখন তুমি নদীর চওড়া বাঁকে মুখ লুকিয়ে সুর্যের গা ঘেঁষে ..
পড়ন্ত আলোয় তুমি যেন চিল্কার আলিঙ্গন..
আমি ওপারে দাঁড়িয়ে তোমার উড়ন্ত শিৎকার শুনছি দেখছি আর পুড়ছি..
উপেক্ষার উনুনে ভাজা মাছের গন্ধে বিষাদ সিন্ধু কেমন উতলা।
তবু কি পারছি বদলাতে?
জলের মতো রঙহীন আমি এঁকে চলেছি প্রাগৈতিহাসিক কিছু।
Facebook Comments