আড্ডাপত্র

২৫ ভাদ্র, ১৪৩১; ৯ সেপ্টেম্বর, ২০২৪;রাত ১:২৭

জাকির হোসেন কামাল -এর দু’টি ছড়া

জাকির হোসেন কামাল

আগ ২৭, ২০২০ | ছড়া

ভাড়া

ভাড়া খাটে ঘোড়া গাধা ভাড়া খাটে গাড়ি,
পাড়ার মোড়ে ভাড়ার নোটিশ ‘খালি আছে বাড়ি’।
রাজপ্রাসাদে কবি এবং ভাঁড়ও খাটে ভাড়ায়,
তাদের নিয়ে গল্প জমে দারুন অফিস পাড়ায়।

খুন করেছো রাগের মাথায় এখন মাথা ঠুকো,
টাকা হলে ভাড়ায় পাবে কয়েদ খাটার লোকও।
বাচ্চা নেবে, জমিন খুঁজো, আমার কাছে বলো,
জরায়ু চাই, খুব প্রয়োজন, কোনো ব্যাপার হলো?

পয়সা পেলে দেবো ভাড়া জরায়ু বা পেটও,
দায়টা আমার কাঁধে দিয়ে নিরাপদে হেঁটো।
টাকায় পাবে কোনো কোনো বুদ্ধিজীবী ভাড়ায়,
কুকুরে লেজ নাড়ে না তো, লেজে কুকুর নাড়ায়।

ওসব কথা বলতে মানা, বলা মানেই শেষ,
সব কিছুরই ব্যাখ্যা আছে, যুক্তি পাবে বেশ।
মাদক-টাদক নিতে হলে খুব গোপনে বলি,
মূল্য পেলে ভাড়া দিতে পারি পাকস্থলী।

ভাড়া কতো? খুব বেশি না, মাত্র হাজার বারো,
খুশি মনে এটুক দিলেই চাইনা টাকা আরো।
আমরা গরীব পেটের দায়ে নাহয় এটুক করি,
মুখের উপর বলেও ফেলি, মাফ করে দাও, স্যরি।

যাদের হাতে রিমোট থাকে, ছোঁবে তাদের কেশ,
ধরাছোঁয়ার বাইরে তারা থাকেন নিরুদ্দেশ।
চাইলে ভাড়া নিতে পারো থাকে যদি তাড়া,
আমি গাধা দাঁড়িয়ে আছি, ভাড়া নেবে ভাড়া?

দাদা

দাদা আমার সবজান্তা
টিভির মাঝে টক করে,
হক কথা কন যখন তখন
টেরে টোরে টক্করে।

উপরি নিলে কাজও করেন
অক্ষরে আর অক্ষরে,
টাকার তেমন নেই প্রয়োজন
তবুও নেন সখ করে।
তখন দাদার চোখ-মুখ যে
ঝকমক ঝকমক করে।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০