আড্ডাপত্র

১ মাঘ, ১৪৩১; ১৫ জানুয়ারি, ২০২৫;রাত ৮:৩৭

তন্ময় মণ্ডল এর যুগল কবিতা

আড্ডাপত্র

অক্টো ৫, ২০২০ | যুগল কবিতা

খোঁজ
 
সকলের ভেতরই এক অনন্তকালীন খোঁজ থাকে।
আমিও খুঁজছি…
 
কতবার ভেবেছি আর একটু পরেই এই স্তব্ধ শহরের ঘুম ভাঙবে,
কফিনের ভেতর থেকে বেরিয়ে আসবে দুধসাদা আলোকপিণ্ড।
 
আমি খুঁজছি,
যেভাবে সদ্যবিবাহিতা তার স্বামীর ভেতর পিতাকে খুঁজে চলে,
যেভাবে রাজহাঁসের ঠোঁট পাকের ভেতর খোঁজে বাঁচার রসদ।
 
তিরিশটা দুর্গাপুজো, তিরিশটা ক্রিসমাস, তিরিশটা ইদ-উল-ফিতর পার করে
আমি আজও খুঁজে চলেছি
একটা ভরসার হাত, একটা বিশ্বাসের হৃদপিণ্ড…
 
 
 
কান্নাগহ্বর
 
 
পুরুষ মানুষের ভেতর দীর্ঘশ্বাস প্রশস্ত হলেও অশ্রুগ্রন্থি টের পায় না।
 
পুরুষের ভেঙে পড়তে নেই, কাঁদতে নেই।
শুধু দাঁতে দাঁত চেপে মুচকি হেসে বলতে হয়- ঠিকই তো আছে সব।
 
তবু, মন ভাঙলে পুরুষের হৃদপিণ্ডও যে কেঁপে কেঁপে ওঠে।
 
যে নারী বলে পুরুষের কষ্ট শুকিয়ে আসে বড্ড তাড়াতাড়ি,
তাকে বলতে চাই-
পুরুষের যে বুকে নারী মাথা রেখে কাঁদে তা আসলে বৃহৎ কান্নাগহ্বর।
 
Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১