পতপত পতাকার বুকে লাল বৃত্ত
বাতাসের দোলনায় করে সুখ-নৃত্য
সবুজের ক্যানভাসে প্রকৃতির যা বরন
সবটুকু নিয়ে গড়া পতাকার আভরণ।
এই সেই পতাকা
রক্তের ক্ষত আঁকা
শহিদের লাখো প্রাণ পতাকার শক্তি
তাই আজ পতাকায় এ জাতির ভক্তি।
ভক্তির গাঢ়তায়
বিজয়ের বারতায়
জীবনের জয়গান গেয়ে যাই নিত্য
এসো হই পতাকার প্রেমে অভিষিক্ত।
Facebook Comments