আড্ডাপত্র

১৯ পৌষ, ১৪৩১; ৩ জানুয়ারি, ২০২৫;সকাল ৮:১৬

পাতা ও রোদ

আড্ডাপত্র

অক্টো ২৩, ২০২০ | ছোটদের ছড়া

অলংকরণ: সুমাইয়া হক

ছড়া: শাহরিয়ার মাসুম

পাতার বাড়ি উঠল কেঁপে আসল ভেসে কান্না;

দু’দিন নাকি তার বাড়িতে হয়নি কোনো রান্না

শেকড় থেকে আসছে পানি ঠিকই-

রান্নাতে ঠিক লাগবে যেন কী কী!

বাতাস থেকেও পাচ্ছে উপাদান

হাতের কাছেই সহজ সমাধান,

পাতার নাকি বুদ্ধি অনেক দারুণ আছে বোধ;

কিন্তু শুধু বাধ সেধেছে আকাশ ভাঙা রোদ।

 

রোদ কে জান? হদিস কিছু পেলে?

সূয্যিমামার ডানপিটে এক ছেলে;

ঝলমলে তার রূপ,

তেজও দেখায় খুব

রান্না করার কাজ নিয়েছে পাতার বাড়ি সে

মেঘের সঙ্গে যখন তখন পাতায় আড়ি সে।

দু’দিন ধরে আসছে না রোদ পাতার বাড়ি আর

মেঘের সঙ্গে চলছে আড়ি নজরদারি তার-

দীঘল ডানা ছড়িয়ে রাখে মেঘ;

ডানপিটে রোদ লুকিয়ে আবেগ

ক্লোরোফিলের হাজার স্মৃতি ঘাটে

বাড়িতে তার অলস সময় কাটে

রান্নাবিহীন পাতার বাড়ি হচ্ছে বুঝি কান্না;

কেমন করে বোঝায় তাকে কোনোই অভিমান না।

রোদের আশায় পাতার বাড়ির দরজা থাকে খোলা;

বাতাস এসে মেঘকে যদি উড়িয়ে নিত ভোলা!

এক নিমিষে পড়ত এসে রোদ

ভেংচি কেটে মেঘের নিত শোধ

চাপিয়ে দিত রান্না আবার দারুণ আমেজ নিয়ে

ভরিয়ে দিত এই পৃথিবী অক্সিজেনটা দিয়ে।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১