আড্ডাপত্র

২৫ অগ্রহায়ণ, ১৪৩১; ১০ ডিসেম্বর, ২০২৪;সকাল ৯:০৪

প্রেমার্তের অশ্রুধারা

আড্ডাপত্র

অক্টো ২, ২০২০ | একক কবিতা

মুজতাহিদ ফারুকী

যতোবার ফুল নিয়ে সামনে দাঁড়াই
তুমি ঊর্ধ্বে তুলে রাখ অবসন্ন চোখ
যেনো পা রাখোনি মর্ত্যে , যেনো সর্বলোক
জয়ী তুমি, আমি বৃথা দুহাত বাড়াই।

ভুল করে যতো গাই তোমার সুনাম
তুমি আরও সরে যাও ততো বেশি দূরে,
তবুও তোমার রূপ দেখে অবিরাম
বুকের গভীরে ছবি রাঙাই সিঁদুরে।

দীন আমি শক্তিহীন তবু দুঃসাহসে
নিয়েছি তপের পথ, আত্মার আরতি
পাবে তুমি যদি করো পথের সারথি,
ফুল নয়, পাবে রক্ত ভক্তি প্রেমরসে।

পাথরে পাথর ঘষে অগ্নি যদি জ্বলে
প্রেমার্তের অশ্রুধারা যাবে কি বিফলে?

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১