আড্ডাপত্র ডেস্ক:
বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য সম্মাননা পেলেন ১১ লেখক। সাহিত্যেরর নানান শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।সংগঠনের পক্ষ থেকে ২০১৯ ও ২০২০ সালের সম্মাননাপ্রাপ্তদের নাম একসঙ্গে ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল ২০২১ অনলাইনে এসে সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ক্লাবের সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদা।
সম্মাননাপ্রাপ্তরা হলেন-
কবিতায় : আসাদ মান্নান ও বিমল গুহ;
কথাসাহিত্যে : ইসহাক খান, ঝর্না রহমান ও মজিদ মাহমুদ;
প্রবন্ধ সাহিত্যে: ফরিদ আহমদ দুলাল ও রকিবুল হাসান;
অনুবাদ সাহিত্যে: আমিনুর রহমান ও মোহাম্মদ হারুন অর রশিদ ও
শিশুসাহিত্যে : রফিকুর রশীদ ও তপন বাগচী।
Facebook Comments