আড্ডাপত্র

১১ পৌষ, ১৪৩১; ২৬ ডিসেম্বর, ২০২৪;রাত ১১:৩৮

বিনয় কর্মকার এর গুচ্ছকবিতা

আড্ডাপত্র

ডিসে ১১, ২০২০ | গুচ্ছ কবিতা

সচিত্র প্রতিবেদন

বর্ণমালা পরিচয় পর্বে ছবির সংযুক্তি, অবশ্যই যুক্তিযুক্ত,
এ-তো গেল বাল্যপাঠে।
বিখ্যাত কবির সঙ্গে ছবি ছেপে;
নিজেকে বিখ্যাত কবি ভাবে কেউ-কেউ!
বাজারে স্টুডিওতে দেখি, ক্যাটরিনার সঙ্গে পাংকু তালিবের যুগ্মছবি!
আর দলীয় পোস্টারেতো, বড়ো থেকে ছোটো ক্রমান্বয়ে সাজিয়ে লেখার মতো নগ্নমুখের বহর।
অথচ মূর্খও বোঝে; অভিকর্ষ বল প্রমাণে নিউটনের ছবি নয়, সূত্রটাই মুখ্য।
নভেম্বর [] ২০২০ খ্রিষ্টাব্দ

প্রাপ্তি-অপ্রাপ্তি

অনেক প্রাপ্তিতে যোগ্যতা লাগে না,
যেমন; গরুর গর্ভে গরু, রাজতন্ত্র বা ব্রাহ্মণ্যবাদ!
তা-বলে বলছি না, সকলই এমন,
তবু বিজেতারা ইতিহাস লেখে বলেই;
পরাজিত সৈনিকের কপালে ঘৃণার সিলমোহর দাগা।
সাফল্য বা ব্যর্থতা-এক শুভঙ্করের চরম ফাঁকি,
লঞ্চডুবিতে দক্ষ সাঁতারুও মারা যেতে পারে!
তবু দ্যুতিময় হীরায় অঙ্কিত থাকে গভীরতম খননের ইতিকথা।
নভেম্বর [] ২০২০ খ্রিষ্টাব্দ

গোড়ায় গলদ

‘আরব্য রজনী’ গল্পে দেখি;
চাইলেই পেত্নীও ধরতে পারে রূপসীর ছদ্মবেশ।
এদেশে রাজনরা অবশ্য অতটা খারাপ না,
মায়ের চেয়েও মাসীর দরদে শুধু সাবলীল, আর অনুভূতিতে শ্রেষ্ঠা!
এখানে হালাল প্রত্নতত্ত্বের দাবিদারেরা আবার,
দু’তিন পুরুষের বেশি ঘাটে না,
কারণ একটাই; ‘কেঁচো খুড়তে সাপ বেরোনোর ইতিহাস’ কিন্তু, নতুন কিছু না।
নভেম্বর [] ২০২০ খ্রিষ্টাব্দ

রক্ষণশীল

রক্ষণশীল বলে কথা;
‘তোমরা সবাই সাইট দাও, আমাগো বৌ বাজারে যাইবো!’
নিয়ম-নিষ্ঠাবান একটা নৌকার কাহিনি বলতো নিজাম কাকা;
যার পেশা ছিলো খেয়া পারাপার!
গোপন বলে আমারে যে দ্বিতীয় কান করতে নিষেধ করেছিলো;
বিবিসি নিউজে তিনিই সে-খবরের সংবাদদাতা!
সেপ্টেম্বর [] ২০২০ খ্রিষ্টাব্দ

শিয়াল পণ্ডিত

সব শেয়ালই হুক্কাহুয়া ডাকে;
কী-করে যে ঠাওর করি কে দলপতি!
উঁকিঝুকিতে বুঝি, আমায় ভেবেছো মুরগির খামারি,
আরে; আসলেতো আমি ধানচাষি, তাই
‘আঙ্গুর ফলও টক’।
পণ্ডিত শব্দটার বারোটা বাজিয়ে;
লেজের অপকারিতা নিয়ে আজকাল তোমার দীর্ঘ বক্তৃতা-
বলি; আবার কোথায় ধরা খেলে ভাই?
আগষ্ট [] ২০২০ খ্রিষ্টাব্দ

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১