আড্ডাপত্র

১ মাঘ, ১৪৩১; ১৫ জানুয়ারি, ২০২৫;বিকাল ৩:১৯

মামুন অপু’র যুগল কবিতা

আড্ডাপত্র

অক্টো ২, ২০২০ | যুগল কবিতা

ভালোবাসবো

তোমাকে যতোবার দেখি
মন ভরে ওঠে সৌন্দর্যের আনন্দে
বুকের গহীনে বেজে উঠে ভালোবাসার হুইসেল
অধীর প্রতীক্ষায় তারায় তারায়
সুখের সুগন্ধ বিলিয়ে দেই তোমার নামে।

তোমাকে দেখার হাজার বছর আগেও
করেছি রচনা প্রেম পদ্য
প্রজাপতির পাখায় মেখেছি রঙিন আলপনা
ভালোবাসা শিখেছি ভালোবাসবো বলে
আবেগ জমিয়েছি খেজুর রসের মতো হৃদয়ের কলস ভরে।

তোমার আকাশে প্রেমের তুলিতে এঁকে দেবো রংধনুর রঙিন প্রলেপ
একটু তাকাও, চোখে চোখ রাখো
দেখো আমার দৃষ্টির ঘরে বাইরে তোমার ছায়া দুলছে
ডেফডিল ফুলের মতো দখিনা বাতাসে।
দেখতে পাও?

নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়া

নারী তোমার পদ্ম ঠোঁটে রোদের কুসুম জ্বলে,
চোখ ইশারায় মায়ায় টেনে অনেক কিছু বলে।
শুনবো আমি হৃদয় দিয়ে শোনাও তোমার চাওয়া,
বুকের ভেতর বইছে দারুণ প্রেমের সুবাস হাওয়া।

আকাশ নীলের নীলাভ আলো ছড়াই তোমার মনে,
রোজ সকালে চুমুর পরশ পড়বে ঠোঁটের কোণে।
শিউরে ওঠো যদি তুমি বলবো মৃদু হেসে,
একটু আদর মেখে দিলাম তোমায় ভালোবেসে।

সেই ছোঁয়াতে বলবে তুমি আরো কাছে আসো,
আমার বুকের পদ্মজলে স্বর্গলোভে ভাসো।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১