আড্ডাপত্র

২৭ কার্তিক, ১৪৩১; ১২ নভেম্বর, ২০২৪;ভোর ৫:০২

সফি সুমন এর দুটি শিশুতোষ ছড়া

আড্ডাপত্র

অক্টো ২৪, ২০২০ | ছোটদের ছড়া

অলংকরণ: সুমাইয়া হক

সবুজ সোনার দেশ

একটা আঁধার ভোর হয়ে যায়
একটা রাতের শেষে
একটা সকাল রৌদ্রমাখা
সবুজ সোনার দেশে।

একটা দোয়েল শিস দিয়ে যায়
একটা গাছের ডালে
একটা খুকুর ঘুম ভেঙে যায়
ভোরের তালে তালে।

একটা একটা শিশির বিন্দু
একটা হীরের পাটি
একটা সাগর রক্তে কেনা-
আমার দেশের মাটি!

পাখি ছড়ার বই

বাবা বলে রোজ রোজ- পড়ো পড়ো পড়া
আমি বলি- বেশ লাগে, পাখিদের ছড়া।
এনে দেবে সেই বই- ছবি আঁকা পাখি
ভোর হলে সুর তুলে- করে ডাকাডাকি।

পাখি ছড়া চাই চাই- এনে দিলে তবে
আমি আর পাখি ছড়া খুব মজা হবে।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০