আড্ডাপত্র

২৫ ভাদ্র, ১৪৩১; ৯ সেপ্টেম্বর, ২০২৪;রাত ১২:৩৪

স্বপন নাগ এর ছড়া

আড্ডাপত্র

জানু ৯, ২০২১ | ছড়া

ছড়ায় খাওয়া

হাওয়া খায় বড়লোকে ঘুষ খায় নেতারা
বাজারের আগুনে ছ্যাঁকা খায় ক্রেতারা।
হামি খায় শিশুটি পিঠে সুড়সুড়িতে ;
বিকেলটা জমে গেল তেলেভাজা মুড়িতে
কমিশন খায় যারা- বড় ষড়যন্ত্রী
চুপিচুপি কাটমানি খায় নেতা-মন্ত্রী !

আমাদেরই বন্ধু ও পাড়ার শিবু রায়,
বার খায় খার খায় অহেতুক ঝাড় খায়।
ধোঁকা খায় বোকালোকে মার খায় ছাত্র
তাই বলে সহজে কি দমবার পাত্র !
ব্যবসায় মার খেয়ে ব্যবসায়ী হয়রান
গুগলিও মার খায় প্রতি বলে ছয় রান !
লাট খেয়ে ঘুড়িখানা জলে হাবুডুবু খায়,
মিথ্যে কসম খেয়ে নেতা জনতাকে চায়।

মোবাইল মাথা খায় কচি ছেলেমেয়েদের
হাতে হাতে ওগুলো তুলে দেয় কে এদের?
ছাপোষারা খাবি খায় মূল্যের ধাক্কায়,
ধান্দাবাজেরা সব নেতা ঘিরে পাক খায়।
কেস খেয়ে কেস দেওয়া পুরাতন বিদ্যা,
মাল খেয়ে টাল খায় সনাতন মিদ্যা।
লজ্জার মাথা খেয়ে মিডিয়া যা খাওয়ায়-
পাবলিকও অমনি গোগ্রাসে তা-ই খায় !

সিলেবাসে নাজেহাল ফাঁকিবাজ ছাত্র
আদাজল খেয়ে শেষে পড়ে দিবারাত্র।
থতমত খেয়ে কেউ বিনাদোষে মার খায়,
ধড়িবাজ মাছ নাকি টোপ ছেড়ে চার খায়।
গ্যাসখাওয়া তবু ভালো গালখাওয়া চেয়ে রে
ডিনারে বিষম খায় কী পাজি মেয়ে রে !
গড়াগড়ি খায় ভোলা বিছানার তোষকে
লোকে বলে গরু নয়,’পাটনাই মোষ’ ওকে।

পদে পদে খায় এত হোঁচট ও ঠোক্কর
ঘাড়ধাক্কায় তবু শোধরায় না তো চোর !
গোল খাও ঘোল খাও, খুব খাও দোল
দেশ বেচে খাবে বলে নেতারা পাগল।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০