লাল সবুজের পতাকাটা
উড়ছে স্বাধীন স্বাধীন
বাংলাদেশের নামটি নিয়ে
নাচছে তা ধিন তা ধিন।
দোলার মাঝে সুরে সুরে
বাজছে কানে কানে
আমার দেশের রূপের কথা
বলছে গানে গানে।
ধানের শিষে মাতাল হাওয়া
হনহনিয়ে ছোটে
সবুজ মাঠে লাল সূর্য
ঝলমলিয়ে ফোটে।
প্রিয় আমার দেশের মাটি
নিত্য তোমায় চুমি
সবার চেয়ে সেরা এ দেশ
আমার মাতৃভূমি।
Facebook Comments