আড্ডাপত্র

১৯ চৈত্র, ১৪৩১; ২ এপ্রিল, ২০২৫;সকাল ৮:১৫

গণঅভ্যুত্থানের কবিতা : পর্ব ৪৫

আড্ডাপত্র

মার্চ ২১, ২০২৫ | কবিতা, গুচ্ছ কবিতা

সৈয়দ আমির আলী

নেতা

থাকেন নেতার আশেপাশে
ডজন খানেক চামচা,
হাত না ধুলেও নেতার জন্যে
বাড়িয়ে দেন গামছা।

চামচা বেজায় ধামা ধরা
নেতার মেজাজ ভীষণ চড়া
সোফায় বসে লেখেন শুধু
নিত্য দিনের নামচা।

পাচার করে দেশের টাকা
বেগমপাড়ায় দূরে
মন্ত্রী হবেন, এমপি হবেন
তিনিই ঘুরে ঘুরে।

পাল্টে গেলো যেই না দিন
নেতা হলেন চামচাহীন,
এবার নেতা লাল-দালানে
নিজের কপাল খামচা।

শামীম খান যুবরাজ

৫ আগস্ট

৫ই আগস্ট মুক্তি এলো
মুক্তি পেলো দেশ,
১৬ বছর পরে এলো
মুক্ত পরিবেশ।

দেশের ভেতর বন্দি ছিলো
দেশবাসীরা সব,
কুলুপ আঁটা মুখে এখন
সুখের কলরব।

বিদায় হলো স্বৈরাচারী
জুলুম বাজের রাজ,
৫ই আগস্ট রবের দয়া
তার নেয়ামত-নাজ।

ফানুস

চেতনার নামে ওড়ালে ফানুস
ভেতরে কেবল হাওয়া,
চেতনা বেঁচে আজীবন খেয়ে
খেলে জনতার ধাওয়া।

দাদার কাছেই গেলে—
দোয়া করে যাই—বাকিটা জীবন
কাটুক তোমার জেলে।

শামীম শাহাবুদ্দীন

গাদ্দার

খুনির সঙ্গে কিসের বৈঠক
কাজ করো নিজ গতিতে
স্বৈরাচারের সঙ্গে আপোষ
করেনি তো কেউ অতীতে।

চোর-লুটেরা করছে রোজই
জাতির সাথে গাদ্দারী
চোর চিনে ঠিক দেশের মানুষ
হোক না বদন চাঁদধারী।

লড়াই করে বাঁচতে হবে
ভিন্ন কোনো রাস্তা নেই
এদের উপর আমজনতার
মোটেও কোনো আস্থা নেই।

দালাল

দালালগুলোর মুখে কুলুপ
চোখ ঢেকেছে ন্যাপকিনে
দেশ দরদী প্রেমিকসাজে
রাস্তা থেকে ম্যাপ কিনে।

মাতৃভূমির ক্রান্তিকালে
যায় না পাওয়া ডাক দিলে
কিন্তু সবার সামনে থাকে
ব্রেড-হালুয়ার ভাগ দিলে।

দালালমুক্ত দেশের তরে
চলছে লড়াই রাজপথে
কেউ যাবে না ঘরে ফিরে
আন্দোলনের মাঝ পথে।

শাহীন পরদেশী

জুলাই আমার

জুলাই আমার ঘরে ফেরা
জুলাই আমার ঘ্রাণ
জুলাই আমার রক্তে মাখা
জুলাই আমার প্রাণ।

জুলাই আমার গায়ের গন্ধ
জুলাই আমার দহন
জুলাই আমার ভাইয়ের মুখ
জুলাই আমার গহন।

জুলাই আমার মায়ের দোয়া
জুলাই আমার বাঁশি
জুলাই আমার বোনের আদর
জুলাই আমার হাসি।

জুলাই আমার বাবার শার্ট
জুলাই আমার শক্তি
জুলাই আমার ফুলের মেলা
জুলাই আমার ভক্তি।

জুলাই আমার হৃদয় জুড়ে
ভালোবাসার টান
জুলাই আমার মুক্তি নিশান
স্বাধীনতার গান।

হালিমা মুক্তা

বারান্দাতে আসি যখন

ক্যাম্পাসে ক্যাম্পাসে হায়েনা বসেছে ওই
মাগো আমার গল্প বলা সাঈদ ভাইটি কই
মধুর ক্যান্টিন বটতলে
ঝাঁকে ঝাঁকে বুলেট জ্বলে
গুলির শব্দে ঘুম আসে না সবাই জেগে রই
মাগো আমার চোখের মণি সাঈদ ভাইটি কই

কালকে হতে কেন মা তুমি নীরব হয়ে থাকো
ভাইয়ের কথায় মুখটি তোমার আঁচলেতে ঢাকো?
বারান্দাতে আসি যখন
ভাইটি বলে ডাকি তখন
হল থেকে আর ভাইটি মাগো কেনো আসে না কো
আমি ডাকি কেনো সে আর ছুটে আসে না কো!

বল মা আমার ভাইটি আবার আসবে ফিরে কবে?
কাল যে আমার জন্মদিনে অনেক মজা হবে
ভাইটি আমায় কষ্ট দিয়ে
কোথায় আছো লুকিয়ে!
তোমার বোনটি একলা বাড়ি কেমন করে রবে
এই কষ্টের করুণ স্মৃতি কেমন করে সবে!

ক্যাম্পাসটা ভরে গেছে সন্ত্রাসীদের দল
ভাইটি আমার সাহস রাখো চাই না চোখে জল
জারুল গাছের ফাঁকে ফাঁকে
বুলেট ছুড়ছে ঝাঁকে ঝাঁকে
বুক পেতে দাও নেই পিছু টান পাবেই তুমি ফল
অধিকার আদায়ে তুমি বুকে বুকে রাখো বল

ক্যাম্পাসেরই সবুজ মাঠে হায়না বসে ওই
মাগো আমার গল্প বলা ছোট্ট ভাইটি কই
জাবির শান্ত পুকুর পাড়ে,
কুত্তা ডাকে ঝোপে ঝাড়ে
গুলির শব্দে ঘুম আসে না সবাই জেগে রই
মাগো আমার হৃদয়কাড়া ছোট্ট ভাইটি কই!

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০