আড্ডাপত্র

১৯ চৈত্র, ১৪৩১; ২ এপ্রিল, ২০২৫;সকাল ৮:২০

গণঅভ্যুত্থানের কবিতা : পর্ব ৪৬

আড্ডাপত্র

মার্চ ২২, ২০২৫ | Uncategorized, কবিতা, গুচ্ছ কবিতা

রিবন রায়হান

ইতিহাসের ছড়া

একাত্তরে জীবন দিলো
অনেক মানুষ, ছাত্র-যুবক বাহিনী
স্বাধীনতার সুফল পৌঁছেনি ঘরে
আমজনতা থেকেছে ডরে
সবাই জানে সেই কাহিনী।

নব্বই সালে জীবন দিলো
মনির, মিলন, নূর হোসেন
ওঁরা যেন সেই সময়ের—
এক একজন সূর্যসেন!

দুই হাজার চব্বিশে জীবন দিলো
আবু সাঈদ, মুগ্ধ
মানুষ ছিলো রুদ্ধ
দেশ ছিলো অবরুদ্ধ।

পালিয়ে গেলো পালের গোদা
সাঙ্গ পাঙ্গসহ যে
ঘটেনি কিন্তু সহজে
ঘটনাটা অর্থবহ যে।

এখন একটাই চাওয়া রে
যারাই যাবেন পাওয়ারে
দেশ চালাবেন ঠিক ঠাক মতো
তা নাহলে খাবেন ধাওয়া রে!

মুহাম্মদ মাসুম বিল্লাহ

৩৬ জুলাই ২০২৪

জুলাই মাসে একত্রিশ দিন
এটাই কেবল জানি
৩৬ শে জুলাই হয়
এটা নতুন বাণী।

নতুন বাণীর প্রবর্তনে
আসলো দামাল ছেলে
তাই তো সবাই ‘২৪’ সালেও
স্বাধীনতা পেলে।

সততা আর সাহস যোগায়
শক্তি অনাবিল
সৎ এর কাছে যায় হেরে
শয়তান আজাজিল।

পালিয়ে বেড়ায় দেশ-বিদেশে
এবং থাকে আটক
ষড়যন্ত্রের নতুন জালে
বানায় নিত্য নাটক।

সেই নাটকের হোক অবসান
এটাই কেবল চাই
পুরান ফাঁদে পা দেয়ার
গন্ধ কেনো পাই?

লোকমান হোসেন জীবন

জ্বলছে মশাল

রাজপথে ফের জ্বলছে মশাল
ঐ পালালো আঁধার রাত
ঐ জেগেছে বজ্র-ভয়াল
ধ্বংস-মরণ অগিড়বঘাত।

রাজতোরণে হানছে আঘাত
তরুণ-তেজি অরুণ স্বর
বুক চিতিয়ে বলছে তরুণ
রাজার সেপাই গুলি কর
যাক ভেসে যাক লহুর বানে
দূর হয়ে যাক রাত।

রক্ত-নদীর বাঁধ ভেঙেছে
ঐ-তো সূর্যদয়
শহিদ গাজীর মিছিল যাবে
জয় নবীনের জয়।

সূর্য গুলোর তূর্য-নাদে
থর-থরিয়ে কাঁপছে দেশ
খুলবে এবার ভোরের কপাট
এ আঁধারের হবে শেষ
লাল গোলাপে মেলবে পেখম
পালিয়ে যাবে রাত।

শাহরিয়ার মাসুম

মুক্ত দিলও বাঁচার খোঁজে যুক্তি

ত্রিশ দিনের জুলাই টেনে
ছত্রিশে নিয়েছিলো
বুকে তুমুল ঝড়ের বারুদ
নিয়ে তরুণ গিয়েছিলো
পিচঢালা ওই পথের উপর
রক্ত ঢেলে দিয়েছিলো

ফ্যাসিবাদের হাত থেকে দেশ
মুক্ত করার জন্য,
আজকে কারা অভ্যুত্থানের
অর্থ করিস অন্য?
আবু সাঈদ বুকপাতেনি
নির্বাচনের জন্য।

ফ্যাসিবাদের সংবিধানে
কাঁটায় ঘেরা রং-বিধানে
নেই মানুষের মুক্তি
মুগ্ধ, ফাইয়াজ রক্ত দিলো
তারা নাই আজ, মুক্ত দিলও
বাঁচার খোঁজে যুক্তি।

মুহাম্মদ আলম জাহাঙ্গীর

পাঁচ আগস্ট

জাতির ঘাড়ে চেপে বসা
স্বৈরাচারী হাসিনাকে
আম-জনতা টেনে নামায়
নিয়ে আপন ফাঁসি নাকে।

কোটা দিয়ে শুরু হয়ে
এক দফাতে হয়রে পতন
শেখ হাসিনার ক্ষমতা শেষ
নমরুদও ফেরাউনের মতন।

খুনিটাকে করতে পতন
হইছে শহীদ সহস্র ভাই
রক্ত গেছে ফোরাত সমান
পঙ্গু কতো তার হিসাব নাই।

ছত্রিশ দিনের আন্দোলনে
স্বৈরাচারী সরকারে
দিগি্বদিকে ছুটে পালায়
জীবন বাঁচার দরকারে।

আগস্ট মাসের পাঁচ তারিখে
গণঅভ্যুথানের তোড়ে
স্বৈরাচারী শেখ হাসিনা
পালায় আকাশ পথে উড়ে।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০