আড্ডাপত্র

২০ চৈত্র, ১৪৩১; ৩ এপ্রিল, ২০২৫;সকাল ৯:১৫

পরানে শূন্য পুরাণ || সুরাইয়া চৌধুরী

আড্ডাপত্র

নভে ১৬, ২০২০ | একক কবিতা

শূন্য পুরাণে দেখি নিরবতা শুধু
তারপরও মোহময় এই জাগরণ
জাগতিক পথ ভুলে পরিভ্রম করি
পিঙ্গল আলোয় ভাসে সাঁঝের সাগর।

অন্ধের মতো খুঁজি মোহময় দিন
পরিযায়ী পাখি এক গল্প শোনায়
বসন্ত বাঁশিতে যে সুর তুলি আমি
চরাচরে নেই গান ধূ ধূ বালুচর।

বহুদূরে হাওড়ের মিছে হাতছানি
জলপানা শ্যাওলাও বেহিসেব লেখে
ইতিহাস বসে শুধু তালিকা বানায়
বিষাদ নূপুরে বাজে শূন্য পরান।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০