কলম
কলম নিয়ে ঘুমাই রাতে
কাগজ নিয়ে ঘুমাই,
ঘুমে ঘুমে কলমটাকে
কি ভেবেযে চুমাই।
কা- দেখে কাগজ শেষে
বলতে থাকে একটু হেসে
ঠোঁটে তোমার লেগে আছে
কালি কালি কালি,
ও কবিরাম, ও কবিরাম
ভাবী দিবে গালি।
রাতের রোদ
ঘুমের ভেতর রোদ দেখেছি
রোদ মানে যে কি-
রোদ মানে যে শরীর নাচন
বলছে বউয়ে ছি!
রোদের ভিতর রোদ ঢুকে যায়
বোধ থাকে না তাতে,
সৃষ্টি সুখের মানুষ গুলো
এমন খেলায় মাতে।
রোদ মানে যে কি
রোদ মানে যে রাগ থামানো
এবার বুঝেছি।
আদি কাব্য
একটু নামো আবার থামো
ধাক্কা লাগাও জোরে,
ডাকবে পাখি কিচিরমিচির
এই শনিবার ভোরে।
খামচে ধরে যুগল পাহাড়
হরিৎ রঙের রূপের বাহার
সুরমা রঙা বোটায়-
একশো শিশু উঠুক দুলে
আলতো রসের ফোটায়।
ধাক্কা লাগাও উপর নিচন
হোকনা শুরু সুখের খিচন
উদোম উদোম দেহে,
শুকতে শুকতে ভেজা গন্ধ
উঠুক বেজে ধ্রুপদ ছন্দ
হাসুক নারী হে হে।
ধাক্কা লাগাও ধাক্কা লাগাও
ধাক্কা লাগাও জোরে,
জুম্মাবারের রাত্রি শেষে
এই শনিবারে ভোরে।