অলংকরণ: সুমাইয়া হক
সবুজ সোনার দেশ
একটা আঁধার ভোর হয়ে যায়
একটা রাতের শেষে
একটা সকাল রৌদ্রমাখা
সবুজ সোনার দেশে।
একটা দোয়েল শিস দিয়ে যায়
একটা গাছের ডালে
একটা খুকুর ঘুম ভেঙে যায়
ভোরের তালে তালে।
একটা একটা শিশির বিন্দু
একটা হীরের পাটি
একটা সাগর রক্তে কেনা-
আমার দেশের মাটি!
পাখি ছড়ার বই
বাবা বলে রোজ রোজ- পড়ো পড়ো পড়া
আমি বলি- বেশ লাগে, পাখিদের ছড়া।
এনে দেবে সেই বই- ছবি আঁকা পাখি
ভোর হলে সুর তুলে- করে ডাকাডাকি।
পাখি ছড়া চাই চাই- এনে দিলে তবে
আমি আর পাখি ছড়া খুব মজা হবে।
Facebook Comments