দুখের শানে-নযুল
♦
বেশি আশা করা ভুল
আরো দুঃখ পেতে
আশা করা ভালো
তাহলে
আরো সুন্দর জীবনের আসবে আলো।
যেটুকু পেয়েছেন সুখ
ওটুকুই স্মৃতির মূল
মনে করুন ওটাই জীবন
বাকিটুকু অরণ্যরোদন।
যে মানুষ আপনাকে দিয়েছে কষ্ট
বুঝে নিন
ওকে ধন্যবাদ দিন।
ও আপনাকে দিয়েছে শিক্ষা পষ্ট।
তাকান ডান দিকে
তাকান বাম দিকে
চারদিকে ধোঁয়া আর ধোঁয়া
ওরা ভেবেছিলো
জীবন এক সঞ্চিত মোয়া।
যতটুকু ফুল
ততটুকু ভুল-ভ্রান্তি
ওটুকুই আহত জীবনের চিরশান্তি।
আপনার সুখের হাওয়া
আপনার দুখের চাওয়া
ওড়ে ঐ আকাশে
জীবনের সুখ পেতে পেতে
আপনার ডাক আসে।
ধরেও রাখতে পারবেন না স্মৃতি
কোঁচড়ে রাখতে পারবেন না
দয়া মায়া প্রীতি।
সব ভেসে যাবে নদীতে সাগর-জলে
কিংবা বন্যার ঢলে।
বেশি আশা করা ভুল
আরো দুঃখ পেতে
আশা করা ভালো।
আমি জীবন দিয়ে তাই শিখলাম
আপনার জন্য
এই শানে-নযুল লিখলাম।
নারী- নেয়ামত
♦
নারী তোমার মা
নারী তোমার বোন
ওরে শোন শোন শোন।
নারী তোমার খালা
দিচ্ছ কেনো জ্বালা?
ওরে পালা পালা পালা।
নারী তোমার টিচার
করছো কেনো ফিচার?
হবে কঠিন বিচার।
নারীর আছে মান
মহান আল্লাহর দান
দেখাও তারে সম্মান।
নারী- নেয়ামত
উল্টাপাল্টা কিছু করে
আনবে কেয়ামত?
ফিরে পাবে না
♦
বাড়ি ফিরে পাবে
গাড়ি ফিরে পাবে
টাকা ফিরে পাবে
চাকরি ফিরে পাবে
ছেলে ফিরে পাবে
মেয়ে ফিরে পাবে
স্ত্রী ফিরে পাবে
পদ ফিরে পাবে
পথ ফিরে পাবে
নদী ফিরে পাবে
গদি ফিরে পাবে
ফিরে পাবে না
শ্বাস
যখন তুমি
লাশ।
রবীন্দ্রনাথ
♦
তুমি তার পাশে থাকো
যে জন্মেছে তোমাকে জাগাতে
যার বাড়ি
জোড়াসাঁকো
জোড়াসাঁকো
তুমি বারবার যার দিকে
বাড়াবে হাত
সে হলো তোমার প্রিয়
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
তোমার চোখকে
ধাঁধিয়ে দেবে
তোমার স্বপ্ন শানিয়ে দেবে
তোমাকে ভাবাবে দিনরাত
‘সোনারতরী’তে আসবে সে জন
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
‘যোগাযোগ’ করে চিঠি দেবে তুমি
তার ‘ডাকঘর’এ
‘শারদোৎসব’ এ ঠিক যাবে তুমি
ধর্ম তোমাকে দেবেনা ভাগ করে
লিখে লিখে তুমি পাড়া করো
মাত
তোমার কাঁধে হাত দিয়ে তোমাকে
সাহস জোগাবে
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
তুমি যে ভাবছো
তুমি যে লিখছো
সে যে তোমার জাত
তোমাকে টেনে তুলবে
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
সিন্ডিকেটের ভূত
♦
এই তো আমার জন্মভূমি
এর উপরে হাঁটি
সকাল থেকে রাত অবধি- কেবল খাটাখাটি
বুকের ভেতর দুঃখ নিয়ে
ঘরের বাহির হই
সন্ধ্যেবেলা ঠিকই আমি চির-অভাবী রই
অল্প কিছু রুজি করি-
বাজারে যায় সব
ঘরের ভেতর আমার কেবল- অভাব কলরব
আমার পেটে হাত দিয়েছে
সিন্ডিকেটের ভূত
আমি কী আর করতে পারি- গরীব মায়ের পুত !