আড্ডাপত্র

৭ ভাদ্র, ১৪৩২; ২২ আগস্ট, ২০২৫;সকাল ১১:৪৩

আড্ডাপত্র : প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা– ৮

আড্ডাপত্র ডেস্ক

অক্টো ২৮, ২০২০ | কবিতা

প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা আড্ডাপত্র প্রকাশ করছে। প্রথম কাব্যগ্রন্থের সাথে কবির আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি পাঠকের কানে নতুন কবিতার গুঞ্জরণ ভেসে আসে। পাঠকের মনে কবির প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি তুলে ধরতে চায় আড্ডাপত্র। কবিতা পাঠের সাথে সাথে জানবো কবি সম্পর্কেও। এই আয়োজনটি পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হবে

 

 

 

সত্তা// জরিনা আখতার

আমি আর কোনো জেলের জালেই পড়ব না ধরা
ওদের যতই সুদৃঢ় জাল
আমার ততই পিছল শরীর।
এই উত্তাল জল আমার রূপালী আবাস
শরীরের সাথে মিশে আছে;
আঁষটে গন্ধে উথলে ওঠে সত্তার সুরভিত উচ্ছ্বাস।
তীরের জেলের লোভী হাত ছোঁড়ে জাল,
কিন্তু আমিতো আর নই রুগ্ন ভগ্ন মৃতপ্রায়
যে ঝোলের বাটিতে টুকরো টুকরো পরাধীনতা মেনে নেব!
আমার শক্তির কাছে পরাভূত ঐ জাল—
এই জল আমার।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১