আড্ডাপত্র

৭ পৌষ, ১৪৩১; ২২ ডিসেম্বর, ২০২৪;বিকাল ৪:০৯

আড্ডাপত্র : প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা– ৪২

প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা আড্ডাপত্র প্রকাশ করছে। প্রথম কাব্যগ্রন্থের সাথে কবির আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি পাঠকের কানে নতুন কবিতার গুঞ্জরণ ভেসে আসে। পাঠকের মনে কবির প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি তুলে ধরতে চায় আড্ডাপত্র। কবিতা পাঠের সাথে সাথে জানবো কবি সম্পর্কেও। এই আয়োজনটি পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হবে..

পাথরের সাথে কথা

মুশরাররাফ করিম

পাথরের সাথে কথা বল্লে, পাথরও
নড়ে ওঠে, কথা বলে
শুধায় ‘কেমন আছো’?
আমার বেদনাটুকু যদি ‘ভালো নেই’
বলে ফুটে ওঠে
নিরেট অস্তিত্ব—সেও গলে গলে
হয়ে যায় জল।
সেই কবে থেকে তোমার পায়ের কাছে
লুটোপুটি খাচ্ছে আমার কথারা,
আমার ব্যথারা মাথাকোটে—
তুমি কি শুনতে পাও? নাকি
তুমিও পাথর!

যদি পাথর নও তবে অহল্যা হলে কেন?

মুশাররাফ করিম সত্তর দশকের উল্লেখযোগ্য কবি ও শিশুসাহিত্যিক। তিনি কবিতায় লোকজ শব্দ ব্যবহারের জন্য পরিচিত। মুশাররাফ করিম ৯ জানুয়ারি ১৯৪৬ সালে ময়মনসিংহের সেহরার বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম এম. এ. করিম ও মাতার নাম আমিনা খাতুন। স্ত্রী সখিনা আক্তার।
মুশাররাফ করিম ময়মনসিংহের এডওয়ার্ড ইন্সটিটিউশন থেকে ১৯৬৪ সালে ম্যাট্রিক, নাসিরাবাদ কলেজ থেকে ১৯৬৭ সনে মানবিকে উচ্চ মাধ্যমিক এবং একই কলেজ থেকে ১৯৭২ সালে স্নাতক পাশ করেন। ১৯৭৪ সালে আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করেন। তিনি ষাটের দশকে আইয়ূববিরোধী আন্দোলনে স্বক্রিয় ভূমিকা পালন করেন।
মুশাররাফ করিম দীর্ঘকাল সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। সাংবাদিক হিসেবে তিনি বিবিন্ন পত্র-পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন নেত্রকোণায় অবস্থিত উপজাতীয় কালচারাল একাডমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ।
প্রাশিত কাব্যগ্রন্থ : পাথরের পথে (১৯৮২); অন্য এক আদিবাসে (১৯৮৪); সে নয় সুন্দরী শিরিন (১৯৮৭); কোথায় সেই দীর্ঘ দেবদারু (১৯৯০); নিবেদনের গন্ধঢালা (১৯৯২); অন্তরের ব্যাকুল ব্যাধি (১৯৯৭); কে আছে, কেউ কি আছে (২০০২); নির্বাচিত কবিতা (২০০২)।
উপন্যাস: পূর্ব-পুরুষগণ (২০০২); প্রথম বৃষ্টি (২০০২); স্বপ্নকাব্য উপন্যাসত্রয়ী (২০০২)।
শিশুসাহিত্য: কোকাকাকা (১৯৯৫); ঘাসের ডগায় হলুদ ফড়িঙ (১৯৯৯) লেবেনডিশ (১৯৯৭); ছক্কা মামার গালগল্প (২০০২); বোগাস ভূত (২০০২); গু ফর নাতিন (২০০২); নীলগঞ্জের ভূত টম সাহেবের অদ্ভুত বারি নিঝুমপুরের পোড়োবাড়ি চোরাগুহার রহস্য ভয়ংকর ছেলেধরা কিশোর উপন্যাসসমগ্র (২০০২); হানা বাড়ির গুপ্তধন।
সম্পাদনা: অনন্যা; কারাভা; অনীক; একুশের পঙক্তিমালা; নিখাদ হাত চাই; তিলোত্তমা; মহুয়া; সৌরভ উচ্চারণ।
পুরস্কার ও সম্মাননা: মুশাররফ করিম ২০০৩ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
তিনি বাংলা একাডেমির একজন ফেলো ছিলেন।
মুশাররাফ করিম গত ১১ জানুয়ারি ২০২০ চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১