আড্ডাপত্র

৩০ পৌষ, ১৪৩১; ১৪ জানুয়ারি, ২০২৫;সকাল ৭:৩১

ছড়া : শিশুশ্রম | আশীষ কুমার বিশ্বাস

আড্ডাপত্র

জুলা ৪, ২০২২ | ছড়া

শিশুর হাতে চায়ের গ্লাস
ছোট্ট হাতে ভাঙছে ইট
চালের বোঝা পড়ে গেলে
মালিক তাঁহার ভাঙছে পিঠ ।

বারুদ হাতে গড়ছে বাজি
ময়লা খোলায় তাঁদের ভীড়
খাওয়ার বেলায় পোড়া রুটি
ধনীর দুলাল খাচ্ছে ক্ষির ।

খাদান কাজে হাত মিলিয়ে
জীবন টাকে করছে শেষ
মালিক তাঁহার ফয়দা লুটে
সমাজে তো আছেই বেস !

হোটেল কাজে মাজছে থালা
মুচ্ছে যত চেয়ার টেবিল
কথার কথায় পড়েই রয়
শিশু শ্রম বিরোধী বিল !

বই এর পাতা – স্কুল জীবন
শিশুর শ্রমে ঘুমিয়ে রয়
কঠোর শ্রমে পয়সা আনে
এই ভাবেই বড়ো হয় !

আইন কানুন সবই আছে
চোখের সামনে ঘটছে সব
এবার , বছর নয় , মাস ও নয়
প্রতিদিনই শিশু শ্রম বিরোধী উৎসব ।

আশীষ কুমার বিশ্বাস।৩ নং , শ্রীনগর, পোষ্ট অফিস – মধ্যমগ্রাম, জেলা – ২৪ পরগনা ( উত্তর), কলকাতা -৭০০১২৯

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১