আড্ডাপত্র

২১ চৈত্র, ১৪৩১; ৪ এপ্রিল, ২০২৫;রাত ৪:৫৬

যুগল কবিতা | অলকা ঘোষ

আড্ডাপত্র

নভে ৮, ২০২২ | যুগল কবিতা

ফসলের মাঠে

ক্ষেতের সোনার ধানে জুড়িয়েছে প্রাণ
ফসলের সম্ভারে বাড়ে দেশের সম্মান ।
ভরা এ বতর এলে উপচায় হাসি
গোলা ভরা ধানে চিরকাল ভালোবাসি ।

ধান কাটা শেষ হলে পাখি এলো উড়ে
শষ্য শূন্য মাঠ দেখে চলে গেল দূরে ।
অদূরে গৃহস্থ দেখে ভাবে কী উপায় ?
চলে গেল ! আমার তো কিছু ছিল দায় !

দলপতি বলে আয় যদি কিছু জোটে
বাসায় ছানারা আছে খেয়ে নেবো ঠোঁটে ।
না পেলে শষ্য , বিবাদ মালিকের সাথে
নবান্ন উৎসব হবে দেখি কী বরাতে ।

পাখিদের মনে ক্ষোভে বিষাদ বিরাগ
শষ্যভারে আমাদের ছিল না কি ভাগ ?
বাতাসে দুলেছে কচি দুগ্ধবতী শিষ
দেখেছি আমরা কত জানিয়ে আশিস ।

ফিরে এলো ঝাঁক ধরে পাখি দল বেঁধে
গৃহস্থ মিনতি করে ডেকে বলে সেধে
এসো পাখি ! খাও সুখে কিছু নিয়ে যাও
পাতার বাসায় ছানা তার মুখে দাও ।

ছড়িয়ে রয়েছে ধান মাঠে দেখো চেয়ে ,
রাগ ভুলে খুশী হবে ধানে চাল পেয়ে ।
কৃষানী পেয়েছে কিছু পায় ভাগ চাষী ,
আত্মীয় পড়শী যারা দূর অনাবাসী ।

মাঠে ধান ফলেছে যে সোনার ফসল
একার কাহারো নয় ক্ষুন্নিবৃত্তি বল
আকাশে বাতাসে ভাগ জগত জনের
প্রকৃতি সাগর নদী পাহাড় বনের ।

[কবি ও আড্ডাপত্র সম্পাদক মনসুর আজিজ এর ‌”ধান কাটার পর পাখিদের উৎসব” শীর্ষক পোস্ট দেখে লেখা, ০৫.১১.২২]

তুমি মহারাজ

তুমি বাছাধন হাতী ঘোড়া হলে আমি চুনোপুটি ভেড়া
তোমার জুতাটা করে চকচক আমার জুতাটা ছেড়া ।
তুমি বাছাধন গাড়ি ঘোড়া চড়ে প্রমোদ ভ্রমন করো
তোমারে লালন পালন করিতে বুড়ো বুড়ি মরো মরো।
তুমি বাছাধন জন্মদাতারে কিনে বেচে শতবার
অট্টহাসিতে পায়ে দলে সুখে খুশীতে যে চারবার ।
তুমি বাছাধন মাজান বাজান বালিকা শালিকা পেয়ে
চূর্ণ করেছ ছিল পরিচয় রসালো খাদ্য খেয়ে ।

তুমি মহারাজ জনম গ্রন্থি ছিঁড়েছ সকল ডোর
হাহাকারে ভরে দিয়েছ জীবন মরণ ধকল ঘোর ।
তুমি মহারাজ কি দুর্বিনীত কেড়ে নিলে পরমায়ু !
আশা ভাষা শুষে স্তব্ধ করেছ ধুক ধুক প্রাণবায়ু ।
তুমি মহারাজ খুব বড় হলে ডোরাকাটা বাঘ বনে ?
চরণের দাস দাসীরে দগ্ধ করিলে দহন মনে ।
তুমি মহারাজ জন্মের মত কাঙাল যে করে গেলে
খেলেছ তো বেশ জিতে গোল শেষ আপন সকল পেলে ।
তুমি মহারাজ ধন্য ধন্য কত যে অট্টহাসি
দিকে দিকে বাজে ঝলকে ঝলকে গুণগান রাশি রাশি ।

[০৮.১১.২০২২ রাস পূর্ণিমার রাত]

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০