আড্ডাপত্র

৬ কার্তিক, ১৪৩১; ২২ অক্টোবর, ২০২৪;দুপুর ১:২৮

গণঅভ্যুত্থানের কবিতা : পর্ব ৬

আড্ডাপত্র

অক্টো ১৩, ২০২৪ | কবিতা, গুচ্ছ কবিতা

আবু সাঈদের প্রসারিত দু’হাত

বাদল মেহেদী

আমাকে মারতে চাও? –মারো
এই দ্যাখো বুক চিতিয়ে দু’হাত প্রসারিত করেছি
আমার কোন মৃত্যুভয় নেই
তবে তোমাদের জন্যে ভয় হচ্ছে
ছাত্র-জনতার রোষানলে এখন সারা বাংলাদেশ উত্তাল
তাদেরকে কী করে দাবিয়ে রাখবে?
ছাত্র-জনতার আন্দোলন আগেও দাবিয়ে রাখতে পারেনি কোন রাষ্ট্রপ্রধান
ব্যর্থ করতে পারেনি কোন স্বৈরশাসক।

ছাত্র-জনতার শক্তি তোমরা যতবার দেখ ততবারই ভুলে যাও
তোমরা দেয়ালের লিখন পড় না
ইতিহাস থেকে শিক্ষা নাও না
তোমাদের বুলেটের অগ্নিশিখা যে বুমেরাং হয়ে
তোমাদেরকেই পুড়িয়ে ছারখার করে দেবে।

আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদ ও মতিউরের উত্তরসূরি
স্বাধীন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।

আমাকে মারতে চাও? — মারো
এই দ্যাখো বুক চিতিয়ে দু’হাত প্রসারিত করেছি।

সূর্য একদিন উঠবেই

অর্ণব আশিক

বুকের ভিতর যন্ত্রণা বেড়ে যায়
আর কতদূর, আর কতদূর গেলে
খিড়কি দুয়ারে আসবে
উজ্জ্বল প্রভাত হে রানার।
ঘামে জবজব নিপাট শরীর
মাথায় বাঁধা লাল-সবুজের পতাকা
ওরা যে রানার
পায়ে পায়ে ঘুম ভাঙানিয়া স্লোগান
বুকে স্বজন হারানো শোক।
ওরা নদী পার হতে চায়,
রক্ত নদী
চোখে মুখে লেগে আছে চাঁদের প্রভা
ওরা যে রানার।
খিড়কি দুয়ারে সূর্য একদিন উঠবেই।

স্বাধীনতাফুল

এবিএম সোহেল রশীদ

গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেয়া প্রতিটি লাশ
দোল খাওয়া কৃষ্ণচূড়া, আগুনঝরা শিমুল-পলাশ
দেশের প্রয়োজনে ওরা এনেছে ফাগুন
ঝরিয়েছে রক্ত! শিখিয়েছে পরিবর্তনের মন্ত্র।

তোমরা কি ভুলে গেছ দেশ বাঁচানোর স্লোগান
বুলেটের আঘাতে কি করে উড়ে যায় প্রাণবায়ু
স্লোগানকন্যা শিক্ষার্থী বোনটির নৃশংস মৃত্যু।

এখনো চোখে ঝরছে বর্ষা! শক্তি জোগায়…
বুক পেতে দাঁড়ানো বাংলাদেশ! মেরুদণ্ডের সাহস!
‘পানি লাগবে, পানি’ সেই স্বাধীনতার ফেরিওয়ালা
বারান্দায় দাঁড়িয়ে স্বপ্নযাত্রা দেখা শিশুটির শেষনিঃশ্বাস!

ফুটেছে স্বাধীনতার ফুল, চারিদিকে মৌ মৌ সৌরভ
রাজপথে রক্তের দাগ, ছড়িয়ে ছিটিয়ে অপঠিত ইতিহাস
দেশ বাঁচাতে এমন স্বতঃস্ফূর্ত রক্ত কেউ দেখেনি আগে
টেনেহিঁচড়ে নামায়নি কেউ স্বৈরশাসকের কালো চাদর
দেখেনি কেউ নৃশংস বর্বরোচিত আয়নাঘর।

গভীর অন্ধকার খুঁড়ে এনেছে সূর্যোদয়
পালিয়ে যাওয়ার এমন ঘৃণিত দৃশ্য দেখেনি জাতি

বিশ্ববাসী অভিভূত! হতবাক!
রক্ত খেকো বেহায়ার থাবা থেকে মুক্তি পেয়েছে মানচিত্র
নবীন হাতে মুছে দাও, সেইসব কলঙ্কের দাগ।

বন্ধ হয়ে যায় না যেন অসাধু সিন্ডিকেট
অনাহারে থাকে না যেন ঘাম বেচা সেলাইকন্যা
ডালভাতের মূল্য হোক সহনশীল
অর্থের অভাবে বন্ধ না যেন হয় কারো পড়াশোনা।

আর শুনতে চাই না বেকারের আর্তনাদ
বাতাসে ভেসে না আসুক সম্ভ্রম হারানোর চিৎকার
গুড়িয়ে দেয়া হোক আয়নাঘর
বুলেটগুলো হয়ে উঠুক ধবধবে সাদা চন্দ্রমল্লিকা।
.
স্বাধীনতা আমার ভোটাধিকার, কথাবলা মঞ্চ
স্বাধীনতা, মেধাযুদ্ধে শহিদ হওয়া ভাই-বোন!
স্বাধীনতা মিছিলকন্যার কপালে আঁকা টিপ
যেখানে দেখি অর্জিত পতাকা, টুকটুকে লাল।

আয়না ঘর

পারু পারভীন

ফেরদৌসি,আঁখি,শ্যামল
তোমরা এক যুগেরও বেশি সময় ধরে
খুঁজছ তোমাদের ভাই সুমনকে।

আমরাও মনে মনে
আজো হন্য হয়ে খুঁজি তাকে
আমার ভাইদের খেলার সাথী।
আমাদের সাথেও
দুরত্ব ছিল না খুব একটা।

কত সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে বলেছো
আমাদের খুব আদরের ভাই
দয়া করে ওরে ফিরায়ে দেন।

গুম হয়ে যাওয়া তোমাদের সুমনকে হয়তো
ফিরে পেতে পার
হয়তো ও আটকা পড়ে আছে আয়না ঘরে।

ওর জন্য কেঁদে কেঁদে
প্রায়ান্ধ খালাম্মা হয়তো পরপারে।
তোমরা দেখ না..
সে হয়তো তোমাদের অপেক্ষায় আয়না ঘরে।

সাধু হে সাবধান

তোরাব আল হাবীব

জ্বলে জ্বলে অঙ্গার হয়ে এখানে এসেছি
আগুনের লেলিহানের ভয় উবে গেছে সেই কবেই
জ্বলেছি তবে পুড়ি নাই
ছাইভস্ম হয়ে যাইনি যে, বাতাসে উড়িয়ে দেবে কেউ
হাঁটতে হাঁটতে ক্লান্তিহীন শরীরে
হিমালয় মাড়াতে মাড়াতে চূড়ায় এসে পৌঁছেছি
এখান থেকে ঠুস করে ফেলে দেবে
এই হিম্মত বা স্পর্ধা কারও জন্মায়নি।

জল পান করে করে যখন বিশাল জলধি
অতিক্রম করে কিনারে এসে পড়েছি, তখন
ডুবিয়ে মারার হাস্যকর হুঙ্কার বেমানান
ঝঞ্ঝাবিক্ষুব্ধ ঝড় উপেক্ষা করেই তবে স্থির হয়েছি
অতএব
অস্থিরতার নমুনা-সিম্পটম দেখিয়ে হাপিত্যেশ
বাড়ানো যাবে না।

মরুময় পথ কী ভয়ঙ্কর এর আদ্যোপান্ত সম্মন্ধে
এই অধম জ্ঞাত
মাথার ওপরে লাল সূর্যরশ্মি আর পায়ের নিচে
যার উত্তপ্ত বালু। সে থমকে যাবে না; বরং
উটের ধৈর্য নিয়ে পথ পাড়ি দেবার
সক্ষমতা যখন রপ্তই করেছি
তখন কোনো শয়তানি মিছিলের ভয় দেখিয়ে
এই জনপদ থেকে তাড়ানো যাবে না।

শয়তান তাড়ানোর দোয়া-দরুদ বেশ ঠোঁটস্থ
মুগুর নিশ্চয়ই চেনেন?
কুকুর তাড়াতে মুগুরের কার্যকারীতা অপরিহার্য
অতএব হুঁশিয়ার-সাবধান
লুঙ্গী নিয়েই পলান। জনসমক্ষে দিগম্বর হলে
অনাগত দিনে আর মুখ দেখানো যাবে না
তাই বলি-
সাধু হে সাবধান
সাবধান
সাবধান।

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১