আড্ডাপত্র

১৫ ভাদ্র, ১৪৩২; ৩০ আগস্ট, ২০২৫;রাত ৩:২৫

বাংলা সাহিত্যে অমরসৃষ্টি : রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ও নজরুলের বিদ্রোহী কবিতা

আড্ডাপত্র

আবদুল গনি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি । তাদেরকে বলা হয় বাংলা ভাষা ও সাহিত্যের শ্রেষ্ঠতম কবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রচনা গীতাঞ্জলি আর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বিশ্ব দরবারে বাংলা কবিতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি ও ২০২২ সালে বিদ্রোহী কবিতার শতবর্ষ পার হয়েছে। বাংলা সাহিত্যের এই মহান দুই কবি বিশ্বসাহিত্য নিজেদের অবস্থান সমুন্নত করেছেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার মাধ্যমে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ভারতবর্ষের প্রথম স্বাধীনতা চান।

উইলিয়াম বাটলার ইয়েটস গীতাঞ্জলির ১৬ পৃষ্ঠার একটি ভূমিকাও রচনা করেন। লন্ডনে ১৯১২ সালে গীতাঞ্জলি প্রথম ইংরেজি সংস্করণ প্রকাশ করেন ইন্ডিয়ান সোসাইটি। ইংরেজি সংস্করণ ছাপা হয় ৭৫০ কপি। পাঠক চাহিদার কারণে ১৯১৩ সালে আরো ১৩ বার ছাপানো হয়েছিল গীতাঞ্জলি। এর মাধ্যমে রবীন্দ্রনাথ পাশ্চাত্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। ফলত সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি সুইডিশ নোবেল কমিটির কাছে প্রস্তাব করেছিলেন ইংরেজ কবি ম্যাক মিলান। সুইডিশ নোবেল কমিটি ১৯১৩ সালের ১৩ নভেম্বর রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারের ঘোষণা দেন। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি যখন লিখেন তখন তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

প্রখ্যাত কবি উইলিয়াম বাটলার ইয়েটসকে বিশ্বকবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য উৎসর্গ করেন। ১৯১৩ সালের ১৩ নভেম্বর রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পান তখন তিনি জোড়াসাকোর বাড়িতে অবস্থান করেন। নোবেল পুরস্কার প্রাপ্তির আগে দীর্ঘদিন ভ্রমণে কাটিয়েছেন বিভিন্ন দেশে। দেশে ফেরার কিছুদিন পর তাঁর সাথে দেখা করতে এসেছিলেন বেশ কয়েকজন বিদেশি ও প্রবাসী বন্ধু। তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বাইরে বেড়াতে যাবার- ঠিক সে সময়ে স্থানীয় ডাকবিভাগের একজন তাঁর হাতে তুলে দিলেন টেলিগ্রামটি। তিনিই প্রথম এশিয়ার নোবেল বিজয়ী ব্যক্তি।

এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। মহাত্মা গান্ধী, টলস্টয়, শেক্সপিয়ার, ফেরদৌস, হাফিজ, রুমি, টমাস হার্ডি, এমিল জোলা, কাফকা, চেখভ, উর্মিলা লরেন্স, ব্লাদমির, সার্ভান্তেস, দস্তয়েভস্কি, ইবসেন, হোর্হে লুই বোর্হেস,জেমস জয়েজ, মার্সেল, বেথেলহেম, ভার্জিনিয়া উলফ ও লরেন্স প্রমুখ বিশ্ববরেণ্য রাজনীতিবিদ, কবি-সাহিত্যিকরা নোবেল পুরস্কার পাননি। কিন্তু তাঁদের রচনা ও কর্মে তাঁরা অমর হয়ে আছেন। সেদিন থেকে রবীন্দ্রনাথ অনেক বড় ভাগ্যবান।

রবীন্দ্রনাথের (১৮৬১-১৯৪১) ৮০ বছরের জীবদ্দসায় ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন প্রকাশিত হয়। সবমিলিয়ে রবীন্দ্রনাথ ৯৫টি ছোটগল্প, ২১৭৪ টি গান ও ২২৬৬ টি কবিতা লেখেন্। যাবতীয় প্রকাশিত ও অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে ‘রবীন্দ্র রচনাবলী’ নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি প্রায় ২ হাজারেরও বেশি ছবি অঙ্কন করেছিলেন। রবীন্দ্রনাথের রচনাগুলো বিশ্বের বহু ভাষায় অনূবাদিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়। এ বিশ্ববরেণ্য মহান মানুষটি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক,সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বললেও অত্যুক্তি হবে না। তিনি পৃথিবীর ৩০টি দেশ ভ্রমণ করেন ।

জাতীয় কবি কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা : আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত এবার ১৯২১ সালের ডিসেম্বরের শেস সপ্তাহে রচিত বিদ্রোহী কবিতার শতবর্ষপূর্ণ হলো ২০২২ সালের ৬ জানুয়ারি। নজরুল ইন্সিটিটিউট এ বছরকে ‘ বিদ্রোহীর শতবর্ষ ঘোষণা করেছে। বিদ্রোহীকে স্মরণীয় করে রাখতে পৃথিবী জুড়েই নজরুল প্রেমীরা নানা অনুষ্ঠান আয়োজন করেছিলেন। বৃটিশদের প্রায় দু’শ বছরের অত্যাচার, নিপীড়ন ও জর্জরিত জাতিকে শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা অর্জনের আহবান জানিয়েছেন কবি নজরুল। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল বাংলা ভাষায় লিখে সে সময়ে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের দমন-পীড়নের জবাব দেন। একই সাথে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। যারা সব কিছু ভেঙে নতুন করে গড়তে চেয়েছিলো তাদের প্রেরণা জুগিয়েছিলো নজরুল ইসলামের জ্বালাময়ী কবিতা ‘বিদ্রোহী’।

বিদ্রোহী কবিতায় নজরুলের বিদ্রোহ চেতনারই প্রকাশ ঘটেছে। তিনি বিদ্রোহ করেছেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং শৃঙ্খল পরা আমিত্বের বিরুদ্ধে। পরাধীন ভারতবর্ষে কাজী নজরুল ইসলামের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো।
পরাধীনতার শৃংখল ভেঙ্গে তরুণ সমাজকে সু-শৃঙ্খল হতে সহায়তা করেছিল বিদ্রোহী কবিতা। জীর্ণশীর্ণ ও দু’শ বছরের পরাধীন জাতিকে একটি স্বাধীন ও শোষণমুক্ত সমাজ গঠনে বিদ্রোহী কবিতার ভূমিকা রয়েছে। তৎকালীন সময়ে বিদ্রোহী কবিতাটি কতটুকু চ্যালেঞ্জিং বিষয় ছিল তা বলার অপেক্ষা রাখে না ।

১৯২০ সালের ডিসেম্বর মাসে‘নবযুগ’পত্রিকায় প্রকাশনা বন্ধ হয়ে গেলে নজরুল আবহাওয়া জনিত কারণে কিছুদিন অসুস্থ ছিলেন। ফলে তিনি দেহঘরে বেড়াতে যান। এ সময়ে নজরুলের ঐ সময়ের একটি রচনাটি-মোসলেম ভারতে প্রকাশের জন্য আফজালুল হককে একখানা পত্রিকারের প্রকাশের কথা বলেন। কবি নজরুল ১৯২০ সালের মার্চ-এপ্রিল মাসে পাকিস্থানের করাচি থেকে সরাসরি কলকাতায় চলে আসেন। ফলে সর্বপ্রথম কলিকাতায় কমরেড মুজাফফর আহমেদের সাথে পরিচয় হয় এবং তাঁর সাথে বন্ধুত্ব গড়ে উঠে। বিদ্রোহী কবিতার রচনার প্রেক্ষাপট নিয়ে জানা যায় ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের কোনো এক রাতে ৩-৪ সি তালতলা, কলকাতা-১৪ লেনের বাড়ির নিচ তলায় দক্ষিণ-পূর্ব কোণে ঘরে বসে শেষ রাতে নিবিড় পরিবেশে তিনি ‘বিদ্রোহী’ কবিতাটি রচনা করার পর নামকরণ করেন ‘ বিদ্রোহী’। বিদ্রোহী কবিতাটি কবি নিজেই আবৃতি করে বন্ধু মোজাফ্ফর আহমদকে শোনান।

বিদ্রোহী কবিতাটিতে ছোট-বড় ১৪ টি স্তবক, ১৪১পংক্তি এবং ১৪৫ বার ‘আমি’ শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। ‘আমি’ দ্বারা তিনি হয়তো বুঝাতে চেয়েছেন-ভারত বর্ষের স্বাধীনতাকামী প্রতিটি মানুষের প্রতিনিধি। বিদ্রোহী প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ১৯২২ সালের ৬ জানুয়ারি বা বঙ্গাব্দ ১৩২৮ সালের ২২ পৌষ তারিখে। এরপর মাসিক ‘মোসলেম ভারত’পত্রিকার কার্তিক সংখ্যায় পত্রিকাটি অনিয়মিত হওয়ায় ১৩২৮ সালের কার্তিক মাসের পরিবর্তে মাঘ মাসে প্রকাশিত হয়েছিল ‘বিদ্রোহী’ কবিতাটি। এর সম্পাদক ছিলেন অবিন্যাশ চন্দ্র ভট্টাচার্য।

বিদ্রোহী কবি তিনি কবিতার ভাষায় বলতে চেয়েছেন কারো অধীন হয়ে নয়-বরং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাই মানুষের সার্থকতা। ভাব-ভাষা ও উপমা-ছন্দে বিদ্রোহী কবিতাটি রচিত এক অনবদ্য রচনা। বিদ্রোহী কবিতাটি যখন তিনি রচনা করেন-তখন ভারতবর্ষে বৃটিশ বিরোধী গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলছিল। রাজনৈতিক অস্থিরতা চলছিলো গোটা ভারত জুড়ে। এর মধ্যেই তার কালজয়ী রচনা‘বিদ্রোহী’। বিদ্রোহী কবিতা নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যের ১২টি কবিতার একটি।

মোসলেম ভারত পত্রিকার সম্পাদক আফজালুল হক কবিকে অনুরোধ করলে তিনি তার কাছে রাখা পেন্সিল দিয়ে লেখা কপিটি ছাপাতে দিয়ে দেন। কলকাতা ৩/৪ সি, তালতলা লেন,কলকাতা-১৪ বাড়িটি ছিল তখন ‘রাজেন্দ্র কুঠির’ নামে। পরে মালিকানা পরিবর্তন হয়ে হয় সীমা সাহার বাড়ি’। বর্তমানে ‘নজরুল স্মৃতি কক্ষ’ হিসেবে পরিচিতি রয়েছে।

বাংলা কবিতা ও গানের ইতিহাসে এমন বলিষ্ঠ গান ও কবিতা আর রচিত হয়নি। বিদ্রোহী কবিতা প্রকাশের পরপরই নজরুলের কবিখ্যাতি ও জনপ্রিয়তা অবিভক্ত বাংলার শিল্পসাহিত্য সংস্কৃতিতে ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যায়। মাত্র ২২ বছর বয়সে নজরুল ‘বিদ্রোহী’ কবিরূপে যে খ্যাতি অর্জন করেন, হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে এর নজির নেই। শতবর্ষী একটি কবিতাই এ আলোচনার বিষয়। তাই সেকালের বাংলাভাষাভাষী কবি- সাহিত্যিকদের দাবির প্রেক্ষিতে ১৯২৯ সালে কলকাতার অ্যালবার্ট হলে তাকে ‘ বিদ্রোহী কবি ’ হিসেবে সংবর্ধনা প্রদান করেন। প্রধান অতিথি ছিলেন সুভাষচন্দ্র বসু এবং ভারতের তৎকালীন বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন অনুষ্ঠানের সভাপতি। বস্তত: এ কবিতার জন্ম বাংলা সাহিত্য ও বাঙালির সংগ্রামের ইতিহাসে একটি অত্যন্ত সাড়া জাগানো ঘটনা। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকা,ব্রিটিশরাজের অনুগ্রহ-প্রত্যাশী বাঙালি জাতিকে নজরুল এ কবিতার মাধ্যমে ভীষণভাবে নাড়া দিয়েছিলেন। বিশেষ করে মুক্তিকামী বাঙালি তরুণ সমাজের কাছে এ কবিতা ছিল রক্তে উন্মাদনা সৃষ্টিকারী,হৃদয়ে অগ্নি-প্রজ্বলনকারী এক বজ্রকঠিন ধ্বনি। কবির রচিত অগ্নীবীণা কাব্যগ্রন্থে বিদ্রোহী কবিতাটি অর্ন্তভূক্ত করা হয়েছে। ২০২২ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী রচনা ‘বিদ্রোহী ’কবিতার শতবর্ষ পূর্তি উৎসব পালন করা হয়।

বিদ্রোহী কবিতাটি ৩৩টি ভাষায় অনূদিত হয়েছে। এটি এবার ভারতীয় উপমহাদেশের ১শ ’টি ভাষায় অনুবাদের আয়োজন চলছে। শতবর্ষ উপলক্ষে নজরুল ইনস্টিটিউট ‘ বিদ্রোহর শতবর্ষ ’ নামে স্মারকগ্রন্থ প্রকাশ করেছে।

১৯২০ সাল হতে ১৯৪২ সাল পর্যন্ত তাঁর সব রচনা সামগ্রীর সঠিক হিসেব পাওয়া না গেলেও ২ হাজার ৮ শ গান, ৯শ কবিতা, ১শ টি প্রবন্ধ, ৫৫টি গ্রন্থ, ২৫টি নাটক, ১৮ টি গল্প, ১ শ ৯৪টি গজল ও ইসলামী গান ও ৪৫০ টি শ্যামা সঙ্গীত রচনা করেন। এর মধ্যে নার্গিসদের বাড়ি অবস্থান কালে ১২০টি কবিতা ও ১৬০টি গান লিখেছেন । বাংলা ভাষার সাহিত্য গগনে আর কোনো বাংলা ভাষার কবি বা সাহিত্যিক ২৩ বছরের এ অল্প সময়ে এত বিপুল, বিশাল ‍ও জনস্পৃক্ত বিষয়ে লিখে যেতে পারেননি।

তিনি বাংলা সাহিত্য, বিশেষ করে কবিতা ও গানে ব্যাপক অবদান রেখে গেছেন। দু’বাংলাতেই তাঁর কবিতা,গান ও গজলে সমানভাবে সমাদৃত। ২২ বছর বয়সে নজরুল ‘বিদ্রোহী’ কবিরূপে যে খ্যাতি অর্জন করেন, হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে এর নজির নেই।

তথ্যসূত্র :

১. রতনতনু ঘোষ রচিত‘ রবীন্দ্র ও নজরুল সম্পর্ক,
২. মো.হাবিবুর রহমান রচিত ‘ছোটদের নজরুল,‘
৩. নবারূণ ও বাংলাদেশ সচিত্র মাসিক পত্রিকা,
৪. শেখ মুহাম্মদ নুরুল ইসলাম রচিত-‘নজরুল জীবনের ট্য্রাজেডি’,
৫. ডা.আনিস আহমেদের সম্পাদনায়‘কাজী নজরুলের জীবনী

লেখক : আবদুল গনি,শিক্ষক,লেখক ও গণমাধ্যমকর্মী, সাধারণ সম্পাদক, নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর। 01718211044 .

Facebook Comments

আড্ডাপত্রে লাইক দিন

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১