আড্ডাপত্র : প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা– ১
==========================
[প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কবিতা আড্ডাপত্র প্রকাশ করছে। প্রথম কাব্যগ্রন্থের সাথে কবির আনন্দ, উচ্ছ্বাসের পাশাপাশি পাঠকের কানে নতুন কবিতার গুঞ্জরণ ভেসে আসে। পাঠকের মনে কবির প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি তুলে ধরতে চায় আড্ডাপত্র। কবিতা পাঠের সাথে সাথে জানবো কবি সম্পর্কেও। এই আয়োজনটি পরবর্তীতে প্রন্থাকারে প্রকাশিত হবে]
আজো তুমি// আবিদ আজাদ
বুক থেকে অবিস্মরণীয় মৌনতার লতাতন্তু ঝরাতে-ঝরাতে চলে
গেছ তুমি।
আমি পড়ে আছি অপাঙ্গেবিদীর্ণ হতশ্রী বাড়ির মতো একা
আকণ্ঠবিরহী এই একা আমি
শুভ্র নির্জনতাধৌত পথের রেখার পাশে পড়ে আছি অনুজ্জ্বল
আরেকটি ম্লান রেখা শুধু।
তোমার পায়ের রূপ বুকে নিয়ে এই আমি দিকচিহ্নলুপ্ত প্রাণের
মলিন জীর্ণ পরিধানটুকু নিয়ে রয়ে গেছি।
তোমার জীবন আজ চারিদিকে বস্তুর জীবনে, তোমার হৃদয় আজ
আকরিক লোহায়, দস্তায়, টিনে।
আজো তুমি প্রয়োজন-অপ্রয়োজনের চেয়ে আরো বেশি গভীর প্রকট
চাহিদার মতো লেগে আছ।
তুমি চলে গেছ যতদূর ভালবাসা যায় তার চেয়ে বেশি ভালবেসে
ভালবাসিবার সুযোগ না দিয়ে চলে গেছ।
তোমার যাওয়ার স্মৃতি ছাড়া আমার পশ্চিমে-পূর্বে, উত্তরে-দক্ষিণে
আর কোন দিক নেই
আর কোন মাঠ নেই, আলো নেই, হাওয়া নেই, খোলামেলা চাওয়া-
পাওয়া নেই।
তুমি চলে গিয়ে আজো আক্রমণ করো, আজো তুমি প্রয়োজন সৃষ্টি
করে চলো…।