সোনালী ভোর
একমুঠো রোদ্দুর
কাটায় ঘোর।
দুই.
বরষা আসে
বানভাসি মানুষ
পানিতে ভাসে।
তিন.
আকাশে তারা
ঝিকিমিকি জোনাকি
আঁধারে ভরা।
চার.
চাঁদনি রাত
সবাই গেছে বনে
কবিরা কাত।
পাঁচ.
বৃদ্ধ নিবাস
পথ পরিক্রমায়
নিজ আবাস।
ছয়.
সন্দেহ হলে
ভালোবাসার নীড়
শুধুই জ্বলে।
সাত.
শ্রাবণ মাসে
পুবালি হাওয়ায়
মেঘেরা ভাসে।
আট.
প্রভাতি গান
জুড়ায় তনু মন
ভৈরবী তান।
নয়.
বসন্ত বায়
আমের বোলে ঘ্রাণ
কোকিল গায়।
দশ.
পাখিরা বোলে
ফজরের আযান
হৃদয় খোলে।
Facebook Comments