সে যেন খরস্রোতা রাইন
আঁকাবাঁকা স্রোত
আল্পস পাহাড়শ্রেণির উপত্যকার
দুধারের সৌন্দর্য
চঞ্চল প্রবাহিত
দুধারে প্রতিরক্ষা ব্যুহ;
প্রেমিকার ইন্দ্রিয়-জাল।
বুকখানি যেন নর্থসী, পতিত রাইন।
আমার সেও তাই,
রাইন ও সে
সে ও রাইন— আমার সমান আত্মীয়।
স্বপ্ন বিক্রি
স্বপ্ন দেখে যারা
স্বপ্ন বিক্রিও করে তারা—
কত জনই বা পারে স্বপ্ন মিলাতে!
চোখে দেখে যারা
তাদের সামনে দৃশ্য নেই— দৃশ্যখরা
দৃশ্য আছে যাদের সামনে
তারা আবার তা দেখে না— দেখতেও চায় না।
আমি অধৈর্য হয়ে যাচ্ছি ক্রমেই
এ পৃথিবী স্বপ্নবাজদের নয়;
পরিবেশ তৈরি করে নিতে হয়
অনেক স্বপ্ন আমাকেও বেচতে হয়
বিনামূল্যে; তবে কোনও উত্তরসূরী নেই।
Facebook Comments