১২ পৌষ, ১৪৩১; ২৭ ডিসেম্বর, ২০২৪;ভোর ৫:৩০
জুলা ৪, ২০২২ | ছড়া
শিশুর হাতে চায়ের গ্লাসছোট্ট হাতে ভাঙছে ইটচালের বোঝা পড়ে গেলেমালিক তাঁহার ভাঙছে পিঠ ।বারুদ হাতে গড়ছে বাজিময়লা খোলায় তাঁদের ভীড়খাওয়ার বেলায় পোড়া রুটিধনীর দুলাল খাচ্ছে ক্ষির ।খাদান কাজে হাত মিলিয়েজীবন টাকে করছে শেষমালিক তাঁহার ফয়দা লুটেসমাজে তো আছেই বেস !হোটেল কাজে মাজছে থালামুচ্ছে যত চেয়ার টেবিলকথার কথায় পড়েই রয়শিশু শ্রম বিরোধী বিল !বই এর পাতা – স্কুল জীবনশিশুর শ্রমে ঘুমিয়ে রয়কঠোর শ্রমে পয়সা আনেএই ভাবেই বড়ো হয় !আইন কানুন সবই আছেচোখের সামনে ঘটছে সবএবার , বছর নয় , মাস ও নয়প্রতিদিনই শিশু শ্রম বিরোধী উৎসব ।
শিশুর হাতে চায়ের গ্লাসছোট্ট হাতে ভাঙছে ইটচালের বোঝা পড়ে গেলেমালিক তাঁহার ভাঙছে পিঠ ।
বারুদ হাতে গড়ছে বাজিময়লা খোলায় তাঁদের ভীড়খাওয়ার বেলায় পোড়া রুটিধনীর দুলাল খাচ্ছে ক্ষির ।
খাদান কাজে হাত মিলিয়েজীবন টাকে করছে শেষমালিক তাঁহার ফয়দা লুটেসমাজে তো আছেই বেস !
হোটেল কাজে মাজছে থালামুচ্ছে যত চেয়ার টেবিলকথার কথায় পড়েই রয়শিশু শ্রম বিরোধী বিল !
বই এর পাতা – স্কুল জীবনশিশুর শ্রমে ঘুমিয়ে রয়কঠোর শ্রমে পয়সা আনেএই ভাবেই বড়ো হয় !
আইন কানুন সবই আছেচোখের সামনে ঘটছে সবএবার , বছর নয় , মাস ও নয়প্রতিদিনই শিশু শ্রম বিরোধী উৎসব ।
Addapatra - আড্ডাপত্র